ছোটবেলার নস্টালজিয়া উস্কে দিয়ে প্রকাশ্যে সৃজিতের 'ফেলুদা ফেরত'-এর টাইটেল সং

 গানটি মুক্তির সঙ্গেই ছোটবেলার নস্টালজিয়ায় ফিরে গিয়েছেন 'ফেলুদা'প্রেমী বাঙালি। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 3, 2020, 04:52 PM IST
ছোটবেলার নস্টালজিয়া উস্কে দিয়ে প্রকাশ্যে সৃজিতের 'ফেলুদা ফেরত'-এর টাইটেল সং

নিজস্ব প্রতিবেদন : ২মে, শনিবার সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'-এর টাইটেল সং। আর গানটি মুক্তির সঙ্গেই ছোটবেলার নস্টালজিয়ায় ফিরে গিয়েছেন 'ফেলুদা'প্রেমী বাঙালি। 

সৃজিত মুখোপাধ্যায়ের 'ফেলুদা ফেরত'-এর এই গান লিখেছেন কবি শ্রীজাত। সুর করেছেন জয় সরকার। গানটি গেয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচীর মতো তিন জনপ্রিয় গায়ক। এখন শুধুই অপেক্ষা সৃজিত মুখোপাধ্যায়ের 'ফেলুদা ফেরত'-এর মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সিনেমাপ্রেমী বাঙালি। গানের ভিডিওর মধ্য দিয়ে যেন জ্বলন্ত হয়ে উঠছে সত্যজিৎ রায়ের হাতে আঁকা ফেলুদার সেই স্কেচগুলোই।

আরও পড়ুন-ঋষি কাপুরের মুম্বইয়ের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে হল স্মরণসভা

আরও পড়ুন-ন্যাশনাল স্কুল ইফ ড্রামা-য় তখন পড়ছেন অভিনেতা, বাবার স্মৃতিতে বিভোর ইরফান পুত্র

সৃজিত মুখোপাধ্যায়ের 'ফেলুদা ফেরত' সিরিজে ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। তোপসের ভূমিকায় নতুন মুখ কল্পন মিত্র। আর জটায়ু হিসেবে ধরা দেবেন 'একেনবাবু' খ্যাত অনির্বাণ চক্রবর্তী। জানা যাচ্ছে, ফেলুদা সিরিজের জনপ্রিয় দুই গল্প 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমান্ডুতে'-তে নিয়েই বানানো হচ্ছে এই সিরিজ। 

.