কার্ড জালিয়াতির শিকার, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নামে নেওয়া হল লক্ষাধিক টাকা ঋণ

কার্ড জালিয়াতির শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এনিয়ে তিনি কসবা থানায় অভি‌যোগ দায়ের করেছেন।

Updated By: May 12, 2018, 11:25 PM IST
কার্ড জালিয়াতির শিকার, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নামে নেওয়া হল লক্ষাধিক টাকা ঋণ

নিজস্ব প্রতিবেদন: কার্ড জালিয়াতির শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এনিয়ে তিনি কসবা থানায় অভি‌যোগ দায়ের করেছেন।

শ্রীলেখার অভি‌যোগ, এক ঋণ প্রদানকারী সংস্থার কার্ড হাতিয়ে নিয়ে একটি সংস্থা তাঁর নামে ১ লক্ষ ১৮ হাজার টাকা ঋণ নেয়। ওই সংস্থা থেকে তিনি পার্লার সহ বিভিন্ন ধরনের পরিষেবা নিয়ে থাকেন। এর ফলে প্রতি মাসে ৬ হাজার টাকা কেটে নিত ওই ঋণ প্রদানকারী সংস্থা। বিষয়টি কয়েক মাস পরে নজরে আসে অভিনেত্রীর। এর পরেই তিনি থানায় গিয়ে অভি‌যোগ দায়ের করেন।

আরও পড়ুন-১০ দিনের পুলিস হেফাজত, ভাঙড়ে এবার পঞ্চায়েত ভোট আরাবুলহীন

অভিনেত্রী জানিয়েছেন, সাধারণভাবে এসএমএস দেখা হয়ে ওঠে না। হোয়াটস অ্যাপই দেখা হয়। ফলে বিষয়টি বেশ কিছুদিন তাঁর নজর এড়িয়ে ‌যায়। পরে দেখেন ডিসেম্বর থেকে মে মাস প‌র্যন্ত প্রতি মাসে ৬ হাজার ৫৫৬ টাকা কেটে নেওয়া হয়েছে। ওই ঋণ প্রদানকারী সংস্থাকে বিষয়টি জানালে তারা শ্রীলেখাকে একটি চেক দিয়ে দেয়। ওই চেকটি এখনও জমা করেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটে বেআইনিভাবে অর্থ ব্যবহারের অভিযোগে ধৃত মুকুলের ছায়াসঙ্গী     

শ্রীলেখার দাবি তাঁর সই জাল করে ঋণ নেওয়া হয়েছে। তাঁর বিশ্বাস ওই কোম্পানির কোনও আধিকারিক ও ‌যে সংস্থা থেকে তিনি পার্লার সহ বিভিন্ন ধরনের পরিষেবা নিয়ে থাকেন তার দুজনে মিলেই জালিয়তি করেছে।

.