ভারতের পর ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট দল কিনলেন শাহরুখ

নতুন দল কিনলেন শাহরুখ খান। আইপিএলের পর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবে শাহরুখের দল। বলিউড এই তারকার দল নাইট রাইডার্স আইপিএলে খেলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। কেকেআরের জনপ্রিয়তা দেখে এবার সিপিএলের দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে কিনলেন শাহরুখ। হলিউড তারকা মার্ক ওহালবার্গ এবং জেরার্ড বাটলারের পর বলিউডের বাদশা দল কেনার ফলে অন্য মাত্রা পেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। বার্বাডোজ ট্রাইডেন্ট দলের মালিক ওহালবার্গ। আর জামাইকা তাল্লাহর মালিক বাটলার। শাহরুখের সঙ্গে ত্রিনিদাদ  দলের জন্য লগ্নি করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। 

Updated By: Jun 12, 2015, 05:54 PM IST
ভারতের পর ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট দল কিনলেন শাহরুখ

ব্যুরো: নতুন দল কিনলেন শাহরুখ খান। আইপিএলের পর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবে শাহরুখের দল। বলিউড এই তারকার দল নাইট রাইডার্স আইপিএলে খেলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। কেকেআরের জনপ্রিয়তা দেখে এবার সিপিএলের দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে কিনলেন শাহরুখ। হলিউড তারকা মার্ক ওহালবার্গ এবং জেরার্ড বাটলারের পর বলিউডের বাদশা দল কেনার ফলে অন্য মাত্রা পেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। বার্বাডোজ ট্রাইডেন্ট দলের মালিক ওহালবার্গ। আর জামাইকা তাল্লাহর মালিক বাটলার। শাহরুখের সঙ্গে ত্রিনিদাদ  দলের জন্য লগ্নি করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। 

.