ইদে সকলের সুস্থতা কামনা করলেন Shahrukh, ফ্যানদের রিটার্ন গিফটে খুশি Salman

দুই খানের শুভেচ্ছা পেয়ে তাঁদের ফ্যানদের ইদ জমজমাট।

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: May 14, 2021, 09:34 PM IST
ইদে সকলের সুস্থতা কামনা করলেন Shahrukh, ফ্যানদের রিটার্ন গিফটে খুশি Salman

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় সব তারকারা যখন ইদের শুভেচ্ছা জানাচ্ছেন ঠিক তখন দুই খানের পোস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ফ্যানেরা। বলিউডের দুই স্তম্ভ যাঁদের নামেই একশ কোটির ক্লাবে পৌঁছে যায় ছবি। সলমন খান ও শাহরুখ খান। ইদের দিনে দুজনেই ফ্যানদের শুভেচ্ছা জানালেন। 

কঠিন পরিস্থিতিতে রয়েছে দেশ। সেই সময় শাহরুখ সকলের সুস্থতা কামনা করলেন। পোস্ট করলেন একটি ধুসর ছবি। গালে কাঁচা পাকা দাড়ি, চোখে সানগ্লাস। লিখলেন-'বিশ্বের সকলকে ইদের অনেক শুভেচ্ছা। ভগবান যেন আমাদের প্রত্যেককে এই কঠিন সময়ে লড়ার শক্তি দেন, একে অপরকে সাহায্য় করার সামর্থ দেন দেশের সকলকে। একসঙ্গে আমরা এই লড়াইয়ে জয়ী নিশ্চয়ই হব। ভালবাসি।'

অন্যদিকে সলমন খান আবার ফ্যানদের থেকে রিটার্ন গিফট পেয়ে গিয়েছেন। বৃহস্পতিবারই অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'RADHE'। আর সেই ছবি প্রথম দিনেই রেকর্ড গড়েছে। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে সলমন লেখেন-'সকলকে ইদের অনেক শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ আমায় এত সুন্দর রিটার্ন গিফট দেওয়ার জন্য। আপনাদের সকলের ভালবাসায় 'রাধে' মোস্ট ওয়াচড ফিল্ম অন ফার্স্ট ডে-র শিরোপা পেয়েছে। চলচ্চিত্র জগত আপনাদের ভালবাসা ছাড়া অচল।'

 

এই রিটার্ন গিফট পেয়ে আনন্দে আত্মহারা সলমন। ইদের দিনই একদম সাধারণ সাজে গেলেন টিকা নিতে। সূত্রের খবর এর আগেই প্রথম ডোজ নিয়েছিলেন সলমন এবার নিলেন দ্বিতীয় ডোজ। সেই ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

 

সোশ্যাল মিডিয়ায় এই দুই খানের শুভেচ্ছা পেয়ে তাঁদের ফ্যানদের ইদ একেবারে জমজমাট।

 

.