স্মার্ট ফোনে আটকে পড়া ছোটদের দুনিয়াকে প্রেক্ষাপট করে আসছে 'হাবজি গাবজি'

দীপাবলি ও চিলড্রেন্স ডে (১৪ নভেম্বর)তে ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা জানালেন পরিচালক রাজ।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 13, 2020, 02:43 PM IST
স্মার্ট ফোনে আটকে পড়া ছোটদের দুনিয়াকে প্রেক্ষাপট করে আসছে 'হাবজি গাবজি'

নিজস্ব প্রতিবেদন : 'পরিণীতা', ধর্মযুদ্ধের পর 'হাবজি গাবজি' নিয়ে আসছেন পরিচালক রাজ চক্রবর্তী। এই ছবির ঘোষণা হয়েছিল এবছরের শুরুর দিকে। শ্যুটিংও শেষ হয়ে গিয়েছিল, তবে করোনাকালে ছবিটি মুক্তি পায়নি। অবশেষে দীপাবলি ও চিলড্রেন্স ডে (১৪ নভেম্বর)তে ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা জানালেন পরিচালক রাজ।

ছবির পোস্টারে দেখা গিয়েছিল একই সোফায় বসে মোবাইলে ব্যস্ত শুভশ্রী, গৃহবধূর লুকে দেখা যাচ্ছে তাঁকে। একইভাবে মোবাইল নিয়ে ব্যস্ত তাঁর স্বামী পরমব্রত চট্টোপাধ্যায়। বাবা-মায়ের মোবাইলে ডুবে থাকার মাঝে আরও একটি মোবাইল নিয়ে গেম খেলতে ব্যস্ত তাঁদের ছেলেও। ''অত্যাধিক মোবাইল ফোনের ব্যবহার আপনার পরিবার ও সন্তানের উপর কী প্রভাব ফেলতে পারে, তারই গল্প নিয়ে আসছে #হাবজিগাবজি।'' পোস্টারটিও তেমনভাবেই তুলে ধরা হয়েছে। তবে ছবির গল্প সম্পর্কে আরও কিছুটা বিস্তারিত জানতে চোখ রাখতে হবে ট্রেলারে।

আরও পড়ুন-জিতের ঠোঁঠে ঠোঁট রেখে মিমির চুম্বন ও অ্যাকশন দৃশ্য নজর কাড়ল 'বাজি'র টিজার

ছবির পোস্টারটি দেখে উৎসাহিত অনুরাগীরা বিভিন্ন কমেন্ট করেছেন।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৯ মে। তবে সেটা সম্ভব হয়নি। ১৪ নভেম্বর ট্রেলার মুক্তির পরই আশা করা যায়, 'হাবজি গাবজি'র মুক্তির দিন জানা যাবে।

আরও পড়ুন-তথ্য সম্প্রচার মন্ত্রকের নজরে OTT প্ল্যাটফর্ম, কী বলছেন বাংলার দেবালয়, বিরসা, উৎসব, সৌমিক ও সৌরভরা?

.