সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজই মুক্তি সুলতানের

আজই মুক্তি পেল সুলতান। সকাল থেকেই কলকাতার রাস্তায় সলমনের ভক্তকুল। ভাইজানের ছবিকে সুপার-ডুপার হিট বানাতে মরিয়া তাঁরা।

Updated By: Jul 6, 2016, 04:31 PM IST
সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজই মুক্তি সুলতানের

ওয়েব ডেস্ক: আজই মুক্তি পেল সুলতান। সকাল থেকেই কলকাতার রাস্তায় সলমনের ভক্তকুল। ভাইজানের ছবিকে সুপার-ডুপার হিট বানাতে মরিয়া তাঁরা।

আরও পড়ুন এবার এলিয়েন চাইল্ডের ভার নিলেন সলমন খান!

সলমনের ধর্ষণ মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে। তবে যেই ছবির শুটিংপর্বের বর্ণনা দিতে গিয়ে এত তরজার সূত্রপাত সেই সুলতান ঘিরে কিন্তু উত্তেজনার পারদে এতোটুকুও খামতি নেই। ইতিমধ্যেই কোটি টাকার টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। সলমনকে এই অবতারে পর্দায় দেখার অপেক্ষা যেন সামলাতেই পারছেন না তাঁর ভক্তরা। সকাল থেকে রাস্তায় ভাইজানের ফ্যানক্লাব। পোস্টার কাটআউট নিয়ে রীতিমতো মিছিল করেই সিনেমা হলের পথে সুলতান ভক্তরা।

সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজই মুক্তি পেল সুলতান। আবারও বক্স অফিসে ইতিহাস গড়বে এই ইদের আগেই মুক্তিপ্রাপ্ত ভাইজানের ছবি, মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। তবে এত কিছু সত্ত্বেও কিন্তু এখনও কিছুটা অস্বস্তি রয়েই গেছে ভাইজানের। আগামিকালের মধ্যেই জাতীয় মহিলাকমিশনের চিঠির উত্তর দিতে হবে সেলিমপুত্রকে। আগের বার দাঁতে দাঁত চেপে নিজের অবস্থানে অনড় থাকলেও এবার কী করেন সল্লুমিঞা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন জানেন বিগ বস ১০-এর জন্য কত টাকা চেয়েছেন সলমন খান? চমকে যাবেন

.