সুশান্তের মৃত্যুর পর কে তুললেন ভিডিয়ো? প্রশ্ন তুললেন স্বস্তিকা
কীভাবে নেট দুনিয়ায় এই ছবি বা ভিডিয়ো ছড়িয়ে পড়তে পারে? এবার তা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, অভিনেতার ঘরে ঢুকে পুলিস তদন্ত শুরু করেছে। বিছানার উপর পড়ে রয়েছে সুশান্তের দেহ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি, ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিয়ো। কীভাবে নেট দুনিয়ায় এই ছবি বা ভিডিয়ো ছড়িয়ে পড়তে পারে? এবার তা নিয়ে সরব অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। গোটা ঘটনায় মুম্বই পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বস্তিকা।
নিজের টুইটার হ্যান্ডেলে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ''ইউটিউবে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে সুশান্তের ঘরের ছবি, যেখানে সুশান্তের মৃত্যুর পর পুলিস আধিকারিকদের তাঁর ঘরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এটার অর্থ ওই সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করছিলেন। কেন মুম্বই পুলিস ওই ব্যক্তিকে গ্রেফতার করছেন না? আর ভিডিয়োগুলো ইউটিউব থেকে কেন তুলে নেওয়া হচ্ছে না?''
There are videos being uploaded on @YouTube showing the bedroom with policemen working, post the demise of Sushant Singh R. It’s clear someone has used his phone. Why is @MumbaiPolice not arresting the man and taking down the video that’s being posted everywhere?
— Swastika Mukherjee (@swastika24) June 25, 2020
প্রসঙ্গত, 'দিল বেচারা' ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। তবে এটাই প্রথম নয়, এর আগে 'ডিটেক্টিভ ব্যোমকেশ' ছবিতেও সুশান্তের সঙ্গে কাজ করেছিলেন স্বস্তিকা।
আরও পড়ুন-MAMI ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে ইস্তফা করণ জোহরের!