সুশান্তের শরীরে বিষের অস্তিত্ব মুছতেই দেরিতে ময়নাতদন্ত, ফের বিস্ফোরণ সুব্রহ্মণ্যম স্বামীর
একের পর এক ট্যুইট করে চাঞ্চল্যকর দাবি করছেন বিজেপি নেতা
নিজস্ব প্রতিবেদন : মৃত্যুর পর ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছে সুশান্তের ময়নাতদন্তে। সুশান্তের শরীরে যাতে বিষ খুঁজে না পাওয়া যায়, তার জন্যই ইচ্ছাকৃতভাবে ময়নাতদন্ত দেরিতে করা হয়েছে। অভিযুক্তরা যাতে পার পেয়ে যায়, তার জন্যই ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছে বলে অভিযোগ করলেন সুব্রহ্মাণ্যম সামি।
আরও পড়ুন : কখনও মহেশ ভাট কখনও মুকেশ ভাটের সঙ্গে, ভাইরাল রিয়া চক্রবর্তীর একাধিক ভিডিয়ো
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ফের নিজের ট্যুইটার হ্যান্ডেলে নতুন করে ট্যুইট করেন বিজেপি নেতা। সেখানেই সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করতে দেখা যায় সামিকে।
আরও পড়ুন : মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কেন সুশান্তের সঙ্গে দেখা করেন 'দুবাইয়ের মাদক ব্যবসায়ী'? প্রশ্ন সামির
দেখুন কী বললেন সুব্রহ্মাণ্যম সামি...
Now the diabolical mentality of the killers and their reach is being slowly revealed: autopsy was deliberately forcibly delayed so that the poisons in SSR’s stomach dissolves beyond recognition by the digestive fluids in the stomach . Time to nail those who are responsible
— Subramanian Swamy (@Swamy39) August 25, 2020
সম্প্রতি বিজেপির এই হাই প্রোফাইল নেতা দাবি রেন, ১৪ জুন অর্থাত সুশান্তের মৃত্যুর দিন সকালে নাকি তাঁর সঙ্গে দেখা করেন আয়াশ খান নামে এক মাদক ব্যবসায়ী। দুবাইয়ের ওই মাদক ব্যবসায়ী কেন সুশান্তের সঙ্গে ১৪ জুন দেখা করেন, তা নিয়ে জোরদার প্রশ্ন তোলেন সামি। বিজেপি নেতার ওই দাবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। তবে বিষয়টি নিয়ে সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিংয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি।