ভ্যালেন্টাইনস ডেতে সবচেয়ে বড় মিউজিক কনসার্ট, মঞ্চ মাতাবেন দুই বাংলার শিল্পীরা

রণিতা গোস্বামী

Updated By: Feb 14, 2018, 12:41 PM IST
ভ্যালেন্টাইনস ডেতে সবচেয়ে বড় মিউজিক কনসার্ট, মঞ্চ মাতাবেন দুই বাংলার শিল্পীরা

রণিতা গোস্বামী : ১৪ ফেব্রুয়ারি, ভেলেন্টাইনস ডে উপলক্ষে এসভিএফ মিউজিকের তরফে আয়োজন করা হয়েছে এবছরের সবথেকে বড় মিউজিক কনসার্ট 'গান পিরীতি'। দুই বাংলার শিল্পীদের গান, গানের প্রতি তাঁদের প্রেম মিলিমিশে যাবে নজরুল মঞ্চে। কে না থাকছেন না এই কনসার্টে! থাকছেন জনপ্রিয় বাংলা রক গান গায়ক জেমস ও তাঁর ব্যান্ড নাগরবাউল থেকে শুরু করে অনুপম রায়, সাহানা বাজপেয়ী, ইমন চক্রবর্তী, ঐশী এবং রূপম ইসলামের ফসিলস।

এসভিএফ-এর এই উদ্যোগে প্রায় কয়েক দশক পর জেমসের লাইভ পারফরম্যান্স দেখতে পাবে কলকাতা। এই লাইভ কনসার্টে পারফর্ম করার জন্য  লন্ডন থেকে কলকাতা উড়ে এসেছেন সাহানা বাজপেয়ী। এদিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী। 

কনসার্ট প্রসঙ্গে ইমন বলেন, ''দুই বাংলার গুণী শিল্পীদের আনা হচ্ছে এই কনসার্টে, তার মধ্যে আমিও থাকছি, এটা ভেবেই আনন্দ হচ্ছে। তবে শুধু গান গাইবই না প্রত্যেকের গান শুনব এবং অনেক কিছু শিখব। এটা একটা শিক্ষনীয় বিষয়। এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য এসভিএফ-কে অসংখ্যা ধন্যবাদ।''

শিল্পী সাহানা বাজপেয়ীর কথায়, ''আমিও এই কনসার্টে গান গাওয়ার সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য। এখানে গান গাওয়ার জন্য অনেক দূর থেকে ছুটে এসেছি। এসভিএফ যে এধরনের উদ্যোগ নিয়েছে, তাতে ভীষণ খুশি। ভালোবাসার দিনে ভালোবাসার গান গাইতে পারব, এতেও বেশ ভালো লাগছে। এধরনের অনুষ্ঠান যেন বারবার হয়, শুধু কলকাতায় নয়, হাওড়া, জলপাইগুড়ি মেদিনীপুর-সহ বাংলার বিভিন্ন শহরে যেন হয়। তেমনই বাংলাদেশেরও ঢাকা, সিলেট-সহ বিভিন্ন শহরে এধরনের অনুষ্ঠান হোক, এটাই চাই।''

যাঁদের গান শুনি, যাঁরা আমার সিনিয়ার তাঁদের সঙ্গে এই কনসার্টে গান গাওয়ার সুযোগ পেয়ে খুশি, জানালেন সঙ্গীতশিল্পী ঐশী। 

সঙ্গীতশিল্পী ও সুরকার অনুপম রায়ের কথায় ''এটা তো সবে শুরু। 'গান পিরীতি' কনসার্টের সিজন ১ এটা। এধরনের অনুষ্ঠান আরও হবে। তবে শুরুতেই আমরা সামিল হতে পেরিছি, এটা বেশ ভালো লাগছে।''

আরও পড়ুন-  এবার কলকাতার অরিন্দমের সুরে গান গাইবেন বিগ-বি!

.