VJ Mahalakshmi : প্রযোজক রবীন্দরের গলাতে পরালেন বরমাল্য, দ্বিতীয় বিয়ে সারলেন মহালক্ষ্মী

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের বিয়ের সানাই। সাতপাকে বাঁধা পড়লেন তামিল অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী। পাত্র প্রযোজক রবীন্দর চন্দ্রশেখরণ। বৃহস্পতিবার দক্ষিণী রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েন মহালক্ষ্মী ও চন্দ্রশেখরণ। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছেন। লেখেন, 'তোমাকে জীবনে পেয়ে সৌভাগ্যবতী মনে হচ্ছে। তুমি আমার জীবন উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিয়েছো। তোমায় ভালোবাসি আম্মু।'

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 2, 2022, 01:57 PM IST
VJ Mahalakshmi : প্রযোজক রবীন্দরের গলাতে পরালেন বরমাল্য, দ্বিতীয় বিয়ে সারলেন মহালক্ষ্মী

VJ Mahalakshmi, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের বিয়ের সানাই। সাতপাকে বাঁধা পড়লেন তামিল অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী। পাত্র প্রযোজক রবীন্দর চন্দ্রশেখরণ। বৃহস্পতিবার দক্ষিণী রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েন মহালক্ষ্মী ও চন্দ্রশেখরণ। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছেন। লেখেন, 'তোমাকে জীবনে পেয়ে সৌভাগ্যবতী মনে হচ্ছে। তুমি আমার জীবন উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিয়েছো। তোমায় ভালোবাসি আম্মু।'

অভিনেত্রী ভিজে মহালক্ষ্মী বিয়ের যে ছবি পোস্ট করেছেন, তাতে তাঁকে দক্ষিণের ঐতিহ্যবাহী লাল রঙের কাঞ্জিভরম শাড়ি, সঙ্গে সবুজ রঙের ব্লাউজ ও সোনার গয়নায় সেজে উঠতে দেখা গিয়েছে। অন্যদিকে রবীন্দর চন্দ্রশেখরণের পরনে সাদা শার্ট ও ট্রাউজার। ধূমধাম, বহু লোকের উপস্থিতি নয়, শুধুমাত্র দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিরুপতিতে সাতপাকে বাঁধা পড়েন ভি জে মহালক্ষ্মী ও রবীন্দর চন্দ্রশেখরণ। অভিনেত্রীর পোস্ট করা প্রথম ছবিতে তাঁর গলায় মঙ্গলসূত্র পরাতে দেখা যাচ্ছে পাত্রকে। দ্বিতীয় ছবিতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে ক্য়ামেরার সামনে পোজ দিয়েছেন। একইভাবে বিয়ের ছবি পোস্ট করে প্রযোজক রবীন্দর চন্দ্রশেখরণ লিখেছেন, 'মহালক্ষ্মীর মতো কেউ যদি জীবনসঙ্গিনী পায় তাহলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে।'

আরও পড়ুন-'যত বড়ই হই, পা থাকুক মাটিতে', গণপতি আরাধনার পর বললেন টেলি অভিনেত্রী ত্রমিলা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

ক্রিয়েটিভ প্রডিউসার প্রদীপ আর চিন্নি মহালক্ষ্মী ও রবীন্দর চন্দ্রশেখরণের বিয়ের কিছু মুহূর্ত পোস্ট করে লিখেছেন, 'অবশেষে তুমি বিয়ে করলে মিস্টার বস বেবি। তোমাদের জীবন সুখের হোক।'

আরও পড়ুন-প্রাণনাশের হুমকি, ১০ কোটির মানহানির মামলা রাণা সরকারের

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই পরিচালক, প্রযোজক অভিনেতা হিসাবে কাজ করে আসছেন রবীন্দর চন্দ্রশেখরণ। 'মার্কন্ডেয়ানুম ম্যাগালির কাল্লুরিয়াম' এবং 'মুরুঙ্গাইকাই চিপস' নামে দুটি ছবি বানিয়েছেন তিনি। অন্যদিকে একটি টিভি চ্যানেলে ভিডিয়ো জকি হিসাবে কেরিয়ার শুরু করেন ভি জে মহালক্মী। পরে 'আফিস', 'বাণীরানি', 'পিল্লাই নীলা', 'উরু কাই উসাই' সহ বহু ধারাবাহিকে দেখা গিয়েছে মহালক্ষ্মীকে। তবে রবীন্দর চন্দ্রশেখরণকে বিয়ের আগে অনিল নামে এক ব্য়ক্তিকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তাদের এক ছেলেও রয়েছে। যদিও তাঁর সেই বিয়ে টেকেনি।২০১৯ তাঁর বিবাহবিচ্ছেদ হয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.