জেল ফেরত Porimoni-কে তাড়িয়ে দিল বাড়িওয়ালা, কলকাতার তিক্ত স্মৃতি হাতড়ালেন Taslima

গোটা ঘটনায় 'ষড়যন্ত্র'র ছায়া দেখছেন তসলিমা। পরীমণির প্রসঙ্গ ধরেই টেনে এনেছেন তাঁর নিজের কথা।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 2, 2021, 07:29 PM IST
জেল ফেরত Porimoni-কে তাড়িয়ে দিল বাড়িওয়ালা, কলকাতার তিক্ত স্মৃতি হাতড়ালেন Taslima

নিজস্ব প্রতিবেদন : ২৬দিন জেলে কাটানোর পর বুধবার জামিনে ছাড়া পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি (Pori Moni)। তবে জেল থেকে বের হয়েও রেহাই নেই। প্রতিবেশীদের অভিযোগে অভিনেত্রীকে বাড়ি থেকেই উৎখাত করেছেন তাঁর বাড়িওয়ালা। অসহায় পরীমণির প্রশ্ন 'এখন আমি কোথায় যাব?' কঠিন পরিস্থিতিতে ফের একবার তাঁর পাশে দাঁড়ালেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। গোটা ঘটনায় 'ষড়যন্ত্র'র ছায়া দেখছেন তসলিমা। পরীমণির প্রসঙ্গ ধরেই টেনে এনেছেন তাঁর নিজের কথা।

একসময় বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর কলকাতায় আশ্রয় নিয়েছিলেন তসলিমা(Taslima Nasrin) কিন্তু এই বাংলাও ছাড়তে হয় তাঁকে, ছিল খোদ তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ। সেসময় ঠিক একইভাবে পরীমণির মতোই অসহায় বোধ করেছিলেন লেখিকা। তাঁর কথায়, 
''মনে পড়ছে, কলকাতার  সেই দিনগুলোর কথা। ৭ নম্বর রওডন স্ট্রিটে ডাক্তার দেবল সেনের বাড়িতে আমি তখন ভাড়া থাকি। ২০০৭ সাল। পুলিশ কমিশনার এসে জানিয়ে যাচ্ছেন আমাকে দেশ ছাড়তে বলছেন মুখ্যমন্ত্রী, দেশ যদি আপাতত না-ও ছাড়ি, রাজ্য আমাকে আজ বা কালের মধ্যেই ছাড়তে হবে। দেশের দরজা বহুকাল বন্ধ।  ইউরোপ ছেড়ে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণের টানে আর ভাষার টানে আশ্রয় নিলাম, আর আমাকে কিনা এই আশ্রয়টিও ছাড়তে হবে, কোথাও তো আর ঘর বাড়ি নেই আমার, যাবো কোথায়!''

আরও পড়ুন-দিনের পর দিন, রিমান্ডে রেখে পরীমণিকে ধর্ষণ করা হচ্ছে না তো? প্রশ্ন তুললেন Taslima

তসলিমা (Taslima Nasrin) তাঁর লেখায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রয়াত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) বিরুদ্ধেও। তিনি লিখেছেন, ''সুনীল গঙ্গোপাধ্যায় যখন ফোন করে বললেন আমাকে রাজ্য ছাড়তেই হবে, বুঝলাম যাদের উচিত ছিল পাশে দাঁড়াবার, তারাই পাশে দাঁড়াচ্ছেন না। কলকাতা তো দেখিয়ে দিয়েছে লেখকেরা কী করে আরেক লেখকের বই নিষিদ্ধ করার দাবি জানায়,   লেখকেরা কী করে আরেক লেখকের সর্বনাশ করতে ঝাঁপিয়ে পড়ে।'' তসলিমার আরও অভিযোগ, ''চারদিক থেকে যখন অন্ধকার নেমে আসছে, তখন আমার বাড়িওয়ালা আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছিলেন! সম্ভবত মুখ্যমন্ত্রীই বাড়িওয়ালাকে বলেছিলেন ওই নোটিশটি দিতে। ষড়যন্ত্র কতটা ভয়ংকর হতে পারে, তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম।'' তসলিমার (Taslima Nasrin) কথায়, ''পরীমণির অসহায়তা আমি অন্তর দিয়ে অনুভব করছি।'' তবে তাঁর বিশ্বাস, ''পরীমণির শত্রু  যেমন কম নয়,  অনুরাগী  শুভানুধ্যায়ীও  তেমন কম নয়, তারা এই দুঃসময়ে তার পাশে দাঁড়াবে, আমার বিশ্বাস।''

আরও পড়ুন-'মদ খাওয়া ও কারোর সঙ্গে শোওয়া কী অপরাধ?' পরীমণির পাশে দাঁড়িয়ে প্রশ্ন Taslima-র

তবে শুধু পরীমণি (Pori Moni) কেন, বৃহস্পতিবার নিজের পোস্টে নুসরতের (Nusrat Jahan) প্রসঙ্গ তুলে পুরুষতান্ত্রিক সমাজের প্রতি আরও একবার ক্ষোভ উগরে দেন তসলিমা  (Taslima Nasrin)। নুসরত ও পরীমণি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা শুধু তাঁদের একার নয়, আরও অনেক মেয়ের সমস্যা। নুসরতের সন্তানের পিতা কে? মানুষজনের এই কৌতুহলকেই কটাক্ষ করেছেন লেখিকা। তাঁর কথায়, ''পিতৃতান্ত্রিক সমাজে পিতার পরিচয়, খুব স্বাভাবিকভাবেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের কোনও পরিচয় নেই বলে মায়ের পরিচয়ের কোনও গুরুত্ব নেই।'' লিখেছেন, ''যে পুরুষটি নুসরতের সারাক্ষণের সঙ্গী, নুসরত আর নবজাতকের সেবাযত্ন করছে, সে পুরুষটিই সন্তানের পিতা, এ কিন্তু সমাজের লোকেরা অনুমান করে নিয়েছে। সুতরাং নুসরত নিজে না জানালেও মানুষ কোনও না কোনওভাবে বুঝে নিয়েছে কে পিতা। যদি যশ দাশগুপ্ত নামক পুরুষটি না থাকতো সঙ্গে, তাহলে নুসরত যে সমর্থন পাচ্ছে, তাও হয়তো পেত না।'' 

তসলিমা (Taslima Nasrin) লিখেছেন, ''যৌন স্বাধীনতা যদি মেয়েরা পেয়ে যায়, তাহলে পিতৃতন্ত্র মুখ থুবড়ে পড়বে। সে কারণেই নিজেদের যৌন স্বাধীনতা সম্পূর্ণ উপভোগ করেও মেয়েদের যৌন স্বাধীনতার বিরোধী পুরুষেরা। সে কারণেই পুরুষের বহু বিবাহ বৈধ, কিন্তু মেয়েদের বহু বিবাহ বৈধ নয়।'' মেয়েদের যৌন স্বাধীনতার পক্ষে সওয়াল করে লেখিকা লিখেছেন, ''মেয়েদের যৌন স্বাধীনতা মানে এই নয় যে তারা যত্রতত্র যৌন সম্পর্ক করবে। মেয়েদের যৌন স্বাধীনতা মানে তারা তাদের শরীরের ব্যাপারে, যৌনতার ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নেবে। নিজেদের জরায়ুর ওপর থাকবে নিজেদের অধিকার, অন্য কারও নয়। কারও বংশ রক্ষার দায় মেয়েদের থাকবে না।''

আরও পড়ুন-কার ঔরসজাত সন্তান সেটা বড় কথা নয়, Nusrat মা হতে চেয়েছেন এটাই বড় কথা: Taslima Nasrin

তবে এই প্রথম নয়, এর আগেই নারী স্বাধীনতা ও পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে গিয়ে বহুবার সওয়াল করেছেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। এমনকি নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যখন জোর চর্চা শুরু হয়, সেই প্রথম থেকেই সাংসদ, অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে একাধিকবার সুর চড়িয়েছেন তসলিমা, এমনকি বাংলাদেশের পরীমণি বিতর্কেও প্রথম থেকে সরব হয়েছেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.