close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

নাচের ভিডিয়ো শেয়ার করে ভাইরাল টেলিভিশন অভিনেত্রী

ফের নতুন ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী 

Updated: Sep 11, 2019, 06:31 PM IST
নাচের ভিডিয়ো শেয়ার করে ভাইরাল টেলিভিশন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন: ফের নতুন ভিডিয়ো শেয়ার করলেন টেলিভিশন অভিনেত্রী সুমনা চক্রবর্তী। 'চিরদিনই আমি যে তোমার'-খ্যাত অভিনেত্রী সুমনা মাঝে মধ্যেই নিজের বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল সাইটে আপলোড করেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়। এবারও তার অন্যথা হয়নি। সুমনা চক্রবর্তীর নতুন ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : ​প্রিয়াঙ্কার ক্ষতি করছেন নিক? আক্রমণ নেটিজেনদের
দেখুন সেই ভিডিয়ো...

 

এর আগে 'দিল ধড়কনো দো'-ছবির একটি গানে নাচতে দেখা যায় সুমান চক্রবর্তীকে। সেই ভিডিয়োর রেশ কাটতে না কাটতেই এবার ফের 'আখোঁ হি আখোঁ' নামে একটি নতুন গানে কোমর দোলাতে দেখা যায় সুমনা চক্রবর্তী।

মেগা সিরিয়ালের পাশাপাশি বিভিন্ন ধরনের ভিডিয়ো শেয়ার করে সুমনা চক্রবর্তী যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন নেটিজেনদের কাছে, তা কিন্তু বেশ স্পষ্ট।