'সলমনকে নয়,তাঁকে গ্রেফতার করা হোক', দাবি এই পাকিস্তানি ভক্তর

সলমন খানের গ্রেফাতারিতে মুষড়ে পড়েছেন তাঁর ভক্তরা। সকলেই কমবেশি চিন্তিত। তবে ভাইজানের গ্রেফতারিতে পাকিস্তানি সলমন যা করলেন তা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।

Updated By: Apr 6, 2018, 03:00 PM IST
'সলমনকে নয়,তাঁকে গ্রেফতার করা হোক', দাবি এই পাকিস্তানি ভক্তর

 নিজস্ব প্রতিবেদন : সলমন খানের গ্রেফাতারিতে মুষড়ে পড়েছেন তাঁর ভক্তরা। সকলেই কমবেশি চিন্তিত। তবে ভাইজানের গ্রেফতারিতে পাকিস্তানি সলমন যা করলেন তা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।

সলমনের এই পাকিস্তানি ভক্তকে দেখতে খানিকটা সলমনের মতই। 'পাকিস্তানি সলমন' বলেই পরিচিত তিনি। হাটাচলা, স্টাইল সবকিছুতেই সলমনকে নকল করেন এই পাকিস্তানি ভক্ত। সলমনের গ্রেফতারির খবর পেয়েই পাকিস্তানের হাজিপুরা থানায় গিয়ে হাজির হল পাকিস্তানি সলমন। তাঁর আবেদন সলমনকে নয়, তাঁকে গ্রেফতার করা হোক। সলমন খানের এই কষ্ট তিনি নাকি এক্কেবারেই দেখতে পারছেন না। তাই তিনিও জেলে ঢুকতে চান। 

যদিও পাকিস্তানের হাজিপুরা থানার পুলিস আধিকারিকদের বক্তব্য, সলমনের এই ভক্তর বয়স কম, তাই আবেগবশত তিনি একথা বলছেন। তাঁকে বুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান পাক পুলিস আধিকারিক। ইতিমধ্যেই 'পাকিস্তানি সলমন'-এর এই কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হয়েছে।

দেখুন সেই ভিডি...

আরও পড়ুন-২০বছর আগে বনদফতরের অফিসে গিয়ে এই কাজটাই করেছিলেন সলমন

.