বিয়ে করলেন শ্রাবন্তী!
বিয়ে করলেন শ্রাবন্তী! সবাই জানতেন, রবিবার মডেল বয়ফ্রেন্ড কিষণ ব্রজের সঙ্গে এনগেজমেন্ট ছিল তাঁর। সেই উপলক্ষ্যেই টলিউডের বন্ধুরা জড়ো হয়েছিলেন। প্রসেনজিত্, ঋতুপর্ণা, কোয়েল, শুভশ্রী, পরিচালক রাজ চক্রবর্তী, হাজির ছিলেন সকলেই।
![বিয়ে করলেন শ্রাবন্তী! বিয়ে করলেন শ্রাবন্তী!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/11/60398-shrabanti-11-7-16.jpg)
ওয়েব ডেস্ক: বিয়ে করলেন শ্রাবন্তী! সবাই জানতেন, রবিবার মডেল বয়ফ্রেন্ড কিষণ ব্রজের সঙ্গে এনগেজমেন্ট ছিল তাঁর। সেই উপলক্ষ্যেই টলিউডের বন্ধুরা জড়ো হয়েছিলেন। প্রসেনজিত্, ঋতুপর্ণা, কোয়েল, শুভশ্রী, পরিচালক রাজ চক্রবর্তী, হাজির ছিলেন সকলেই।
শ্রাবন্তীর এনগেজমেন্টের ছবি হাতে আসামাত্রই নজরে এল যে, একটা ছবিতে কাগজে সই করছেন কিষণ। পাশে হাত ধরে শ্রাবন্তী। এই ছবি থেকেই মনে হচ্ছে বিয়েটাও সেরেই ফেললেন দুজনে। রোহিত বলের ডিজাইন করা একটা আনারকলি পরেছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তীর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে বিয়ে করেছিলেন পরিচালক রাজীবকে। প্রথম বিয়ে থেকে শ্রাবন্তীর একটি ছেলেও আছে।