প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি, ভেন্টিলেটর সাপোর্টে পরিচালক সঞ্জনা
হায়দরাবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিচালককে। জানা যাচ্ছে, তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : প্রবল জ্বর, শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি করা হল দক্ষিণী সিনেমার পরিচালক সঞ্জনা রেড্ডিকে। তাঁকে হায়দরাবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিচালককে। জানা যাচ্ছে, তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
জানা যাচ্ছে, কিছুদিন ধরেই জ্বরে ভুুগছিলেন সঞ্জনা। প্রথমে তাঁকে বাড়ির সামনে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে জ্বর না কমায় ও শ্বাসকষ্ট থাকায় সঞ্জনাকে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সঞ্জনা এই মুহূর্তে একজন নিউরো ফিজিশিয়ানের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তাঁর করোনা টেস্ট হয়েছে কিনা, এবিষয়ে কোনও তথ্য সামনে আসেনি।
আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে দেওয়া হল না সোনু সুদকে! কী বললে অভিনেতা?
আরও পড়ুন-ফ্রিজ থেকে বের করে চুপিচুপি চকোলেটে মজলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী
২০১৮তে 'রাজু গাডু' ছবি পরিচালনার মাধ্যমে ডেবিউ করে সঞ্জনা রেড্ডি। সম্প্রতি অলিম্পিকে প্রথম পদকজয়ী খোলোয়ার 'করনাম মালেশ্বরী'র বায়োপি তৈরির কাজ করছিলেন। সঞ্জনার পরিবারের তরফে জানানো হয়েছে গত তিনদিন ধরে তিনি তরল খাবার ছাড়া আর কিছুই খেতে পারছিলেন না।