বাবার মৃত্যুতে শোকাহত অভিনেতা Rudrajit, 'তোমাকে অল্পদিন পেলাম', লিখলেন বউমা Pramita

গত মাসেই জ্যেঠুকে হারিয়েছিলেন অভিনেতা। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার চলে গেলেন রুদ্রজিতের বাবা।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 17, 2021, 07:06 PM IST
বাবার মৃত্যুতে শোকাহত অভিনেতা Rudrajit, 'তোমাকে অল্পদিন পেলাম', লিখলেন বউমা Pramita

নিজস্ব প্রতিবেদন : গত মাসেই জ্যেঠুকে হারিয়েছিলেন অভিনেতা। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার চলে গেলেন টেলি অভিনেতা রুদ্রজিতের বাবা।

জানা যাচ্ছে, টানা এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের (Rudrajit Mukherjee) বাবা। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। প্রথমে পুরুলিয়াতে পরে সেখান থেকে দুর্গাপুরে নিয়ে এসে চিকিৎসা চলছিল তাঁর। প্রথম দিকে চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি, তবে বেশ কয়েকদিন হল অবস্থার অবনতি হয়েছিল তাঁর। ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। তবে শেষপর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। ইনস্টাগ্রামে বাবার ছবি শেয়ার করে রুদ্রজিৎ লিখেছেন, ''দীর্ঘ ১ মাসের লড়াই আজ শেষ। সব কিছু শেষ হয়ে গেলো। তুমি অনেক লড়াই করেছো বাবা এবার তুমি শান্তিতে থেকো আর তোমায় কেউ জ্বালাবে না।''

আরও পড়ুন-জম্মু-কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে Akshay Kumar

রুদ্রজিৎ-এর বাবার মৃত্যু খবরে সমবেদনা জানিয়েছেন নীল ভট্টাচার্য, স্বস্তিকা দত্ত সহ তাঁর টেলি দুনিয়ার সহকর্মীরা। 

শ্বশুরমশাই-এর মৃত্যুর খবরে অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী লেখেন, ''খুব অল্প সময় তোমায় পেলাম..আজ আমাদের ছেড়ে তুমি চলে গেলে। অনেক লড়াই করেছ। তুমি যেখানেই থাকো ভালো থেকো''।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেই টেলি অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর সঙ্গে ঘটা করে আংটি বদল করেছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়। তারপর আইনি বিয়েও সম্পন্ন হয়ে গিয়েছে টেলি অভিনেতা রুদ্রজিৎ-প্রমিতার (Rudrajit-Pramita)। বিয়ের কয়েক মাসের মধ্যেই একের পর এক শোকের আবাহ অভিনেতা রুদ্রজিতের পরিবারে। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.