TV Actress Pallavi Dey Death: আত্মহত্যা মানতে নারাজ, খুনের অভিযোগ দায়ের করতে থানায় পল্লবীর পরিবার, সঙ্গে আইনজীবী

সোমবার সকালে পল্লবীর বাবা-মা ও ভাই পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগ জানাতে হাজির হন গরফা থানায়। রবিবার থেকে সাগ্নিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে পল্লবীর বাবা। এবার সেই সব অভিযোগ নিয়ে আইনি পথে মেয়ে মৃত্যুর তদন্ত চায় তাঁর পরিবার। 

Updated By: May 16, 2022, 04:18 PM IST
TV Actress Pallavi Dey Death: আত্মহত্যা মানতে নারাজ, খুনের অভিযোগ দায়ের করতে থানায় পল্লবীর পরিবার, সঙ্গে আইনজীবী

নিজস্ব প্রতিবেদন: 'পল্লবী আত্মহত্যা(Pallavi Dey Suicide) করার মেয়ে নয়', রবিবার সকাল থেকে এই কথা সমানে বলে চলেছেন অভিনেত্রীর পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে তাঁর কাছের বন্ধু ও সহঅভিনেতাদের। পল্লবীর এই মৃত্যু যে আত্মহত্যা তা জানা যায় রবিবার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে। কিন্তু এরপরও পল্লবীর মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ তাঁর পরিবার। 

সোমবার সকালে পল্লবীর বাবা-মা ও ভাই পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগ জানাতে হাজির হন গরফা থানায়। রবিবার থেকে সাগ্নিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে পল্লবীর বাবা। এবার সেই সব অভিযোগ নিয়ে আইনি পথে মেয়ে মৃত্যুর তদন্ত চায় তাঁর পরিবার। 

নিউটাউনে নতুন ফ্ল্যাট থেকে ইএমআইয়ে গাড়ি কেনা, সব কিছুতেই টাকা দিয়েছেন পল্লবী। নিউটাউনে পল্লবীর থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছে সাগ্নিক। কিন্তু সেই ফ্ল্যাটের মালিকানা সাগ্নিক ও তাঁর বাবার। এমনকী দুজনের নামে ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে, যার নমিনি সাগ্নিক,সেই টাকাও আসলে পল্লবীর, পুলিসের কাছে এই অভিযোগ জানিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন: TV Actress Pallavi Dey Death: রবিবার সকালে ফোনে কথা বলেছিলেন পল্লবী, তার কিছুক্ষণ পরেই আত্মহত্যা! কার সঙ্গে কী কথা হয়েছিল?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.