সোনাক্ষীর বাড়িতে পুলিসের হানা

অভিনেত্রীর মুম্বইয়ের জুহুর বাড়িতে হানা দেয় উত্তর প্রদেশ পুলিসের একটি দল।

Updated By: Jul 12, 2019, 12:48 PM IST
সোনাক্ষীর বাড়িতে পুলিসের হানা

নিজস্ব প্রতিবেদন: প্রতারণার দায়ে ফাঁসলেন 'দাবাং' অভিনেত্রী সোনাক্ষী সিনহা।  প্রমোদ শর্মা নামে একজন ব্যক্তি সোনাক্ষীর বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। তার ওপর ভিত্তি করে গত ১১ জুলাই অভিনেত্রীর মুম্বইয়ের জুহুর বাড়িতে হানা দেয় উত্তর প্রদেশ পুলিসের একটি দল।

ওই ব্যক্তির অভিযোগ ২০১৮ সালে মোরাদাবাদে একটি অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েও শেষ মুহূর্তে আসেননি সোনাক্ষী। সে জন্য তিনি আগাম ২৪ লক্ষ টাকাও নেন। তারপরই পুলিসের কাছে অভিনেত্রীর নামে অভিযোগ জানান ওই ব্যক্তি। এদিন উত্তর প্রদেশ পুলিসের সঙ্গে জুহু থানার একটি দলও পৌঁছন সোনাক্ষীর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে। তবে পুলিসের বক্তব্য ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে যান তাঁরা। জুহু থানার একজন অফিসার জানান, উত্তর প্রদেশ পুলিস কিছুদিন পর আবার যাবেন সোনাক্ষীর বাড়িতে।

আরও পড়ুন: সৃজিতের 'গুমনামী বাবা'র জন্য গান গাইলেন বাবুল

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সোনাক্ষীর মুখপাত্র। তিনি বলেন, "অভিনেত্রী ৯ বছরের বলিউড কেরিয়ারে সততার সঙ্গে কাজ করেছেন। ওই ব্যক্তির অভিযোগ পুরোপুরি মিথ্যে। এটা সোনাক্ষীর কেরিয়ারে দাগ লাগানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমরা এই অভিযোগ মেনে নেব না। উনি খুবই পেশাদার অভিনেত্রী। আমরা যখন যার সঙ্গেই কাজ করেছি, সম্পূর্ণ সহায়তা করেছি। কারণ আমাদের কোনও কিছুই লুকানোর নেই।"

প্রসঙ্গত, এই মুহূর্তে ছবির কাজে ব্যস্ত রয়েছেন সোনাক্ষী। পরপর বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তার মধ্যে রয়েছে সলমন খানের 'দাবাং ৩', 'খানদানি সাফাখানা', 'মিশন মঙ্গল' ও 'ভুজ:দ্য প্রাইড অফ ইন্ডিয়া'র মতো ছবি।

আরও পড়ুন:বাধা পেরিয়ে লড়াই আর শিক্ষার অধিকারের গল্প বলল সুপার থার্টি

.