মাঝ রাস্তায় নিজস্বী, পুলিসের ‘তাড়া’ খেলেন বরুণ

রাস্তায় বেরিয়ে হঠাত দেখা বরুণ ধাওয়ানের সঙ্গে। তাই নিজস্বী না তুলে কি আর ছেড়ে দেন ভক্তরা? আর ভক্তদের সঙ্গে ছবি তুলতে গিয়ে ফাঁপরে পড়লেন পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে। মুম্বই পুলিসের তরফে বরুণের ওই ছবি তুলে ট্যুইট করা হয়। লেখা হয়, পরের বার বরুণের ওই ধরনের কোনও কীর্তি যদি নজরে আসে, তাহলে ই-চালান চলে যাবে ধাওয়ান বাড়িতে।

Updated By: Nov 23, 2017, 04:24 PM IST
মাঝ রাস্তায় নিজস্বী, পুলিসের ‘তাড়া’ খেলেন বরুণ

নিজস্ব প্রতিবেদন : রাস্তায় বেরিয়ে হঠাত দেখা বরুণ ধাওয়ানের সঙ্গে। তাই নিজস্বী না তুলে কি আর ছেড়ে দেন ভক্তরা? আর ভক্তদের সঙ্গে ছবি তুলতে গিয়ে ফাঁপরে পড়লেন পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে। মুম্বই পুলিসের তরফে বরুণের ওই ছবি তুলে ট্যুইট করা হয়। লেখা হয়, পরের বার বরুণের ওই ধরনের কোনও কীর্তি যদি নজরে আসে, তাহলে ই-চালান চলে যাবে ধাওয়ান বাড়িতে।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় 'সাইক্লোন', সব রেকর্ড ভেঙে দিলেন সলমন 

সম্প্রতি রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে নিজস্বী তোলেন জুড়ুয়া টু-এর অভিনেতা। অভিযোগ, মাঝ রাস্তায় বিপদজ্জনকভাবে নিজস্বী তোলেন বরুণ। এরপরই ওই ছবি নিয়ে ট্যুইটারে পোস্ট করা হয়। বরুণ যেহেতু যুব সমাজের একজন পরিচিত মুখ, তাই তিনি ধরনের কাজ তিনি করতে পারেন না। বিশেষ করে মুম্বইয়ের মতো ব্যস্ত রাস্তায়। তাই এর পরের বার যদি এরকম কোনও ঘটনা ঘটে, তাহলে তার দায় বরুণেরই।

 

মুম্বই পুলিসের ওই ট্যুইট নিয়ে জোর বিতর্ক শুরু হলে, ক্ষমা চেয়ে নেন বরুণ। ভবিষ্যতে আর কখনও ওই ধরনের কাজ তিনি করবেন না এবং কাউকে ওই ধরনের কাজ করতে উত্সাহও দেবেন না বলে জানিয়েছেন ডেভিড-পুত্র।

 

.