কার সঙ্গে রয়েছেন করিনা?

পরিচালক রিয়া কাপুরের সিনেমায় করিনা কাপুর খানের সঙ্গে রয়েছেন সোনাম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া।

Updated By: Apr 30, 2018, 05:22 PM IST
কার সঙ্গে রয়েছেন করিনা?

নিজস্ব প্রতিবেদন : সবে সবে মুক্তি পেয়েছে ‘ভির দি ওয়েডিং’-এর ট্রেলর। পরিচালক রিয়া কাপুরের সিনেমায় করিনা কাপুর খানের সঙ্গে রয়েছেন সোনাম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া। এ ছাড়া রয়েছেন নিনা গুপ্তা এবং সুমির ব্যাস-দের মত অভিনেতাও।

আরও পড়ুন : খোলামেলা পোশাকে নারাজ, ঘনিষ্ঠ দৃশ্যেও 'না' শ্বেতার

সিনেমার ট্রেলরে সুমিত ব্যাসের স্ত্রী হিসেবে দেখা যায় করিনা কাপুর খানকে। সেখানকারই একটি দৃশ্যে সবুজ পোশাকে দেখা যায় করিনাকে। ইনস্টাগ্রামে করিনার ওই ছবি প্রকাশ্যে আসতেই তা চটপট ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : মুক্তি পেল 'ভির দি ওয়েডিং'-এর ট্রেলর

এদিকে ‘ভির দি ওয়েডিং’-এর শুটিংয়ের আগে থেকেই অন্তস্বত্তা হয়ে পড়েন করিনা কাপুর খান।ফলে তিনি ওই সিনেমা করতে পারবেন না বলেও পরিচালককে জানান। কিন্তু, করিনার সন্তান জন্মানোর পরই ফের সিনেমার শুটিং শুরু করা হবে বলে বেবো বেগমকে স্পষ্ট জানান পরিচালক রিয়া কাপুর। সেই অনুযায়ী, তৈমুরের জন্মের পর আস্তে আস্তে জিমে যেতে শুরু করেন বেবো। এবং, তারপরই ফের ‘ভির দি ওয়েডিং’-এর শুটিং শুরু করেন বেগম সাহেবা।

 

 
.