লড়াই শেষ, ৫৯ বছর বয়সেই প্রয়াত অভিনেতা বিবেক

২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন বিবেক

Updated By: Apr 17, 2021, 11:47 AM IST
লড়াই শেষ, ৫৯ বছর বয়সেই প্রয়াত অভিনেতা বিবেক

নিজস্ব প্রতিবেদন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শেষরক্ষা হল না। শনিবার ভোর ৪ টে ৩৫ মিনিটে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন জনপ্রিয় তামিল অভিনেতা বিবেক। বয়স হয়েছিল ৫৯ বছর। 

আরও পড়ুন: দোস্তানা-২ থেকে বাদ কার্তিক, Karan Johar-র উপর চটলেন নেটিজেনরা

বৃহস্পতিবার ওমানদুরার সরাকরি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। শুক্রবার সকালে বুকে ব্যাথা অনুভব করেন। হার্ট অ্যাটাক হলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অভিনেতার ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক জানান, শুক্রবার সকালে হঠাৎই জ্ঞান হারান বিবেক। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়। আইসিইউ তে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার ফের হার্ট অ্যাটাক হয়। অবশেষে এদিন ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

আরও পড়ুন: পাহাড়ের কোল ঘেঁষে তৈরি Kangana-র মানালির বাড়ির অন্দরমহল ঘুরে দেখেছেন?

প্রবীণ পরিচালক কে বালাচান্দেরের হাত ধরে সিনেমাজগতে পথ চলা শুরু বিবেকের। শুরুতে তামিল সিনেমায় বিভিন্ন ছোটো চরিত্রে দেখা যেত বিবেককে। নব্বইয়ের দশকের শেষে কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন বিবেক।

.