পাখা সাফাইয়ের কাজে ব্যস্ত গৃহবন্দি ভিকি কৌশল, পোস্ট করলেন ভিডিয়ো

 ফাঁকা সময় পেয়ে বাড়ির সিলিং ফ্যান পরিষ্কারের কাজে মন দিলেন অভিনেতা ভিকি কৌশল।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 4, 2020, 03:09 PM IST
পাখা সাফাইয়ের কাজে ব্যস্ত গৃহবন্দি ভিকি কৌশল, পোস্ট করলেন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের সময় গৃহবন্দি তারকারা কমবেশি সকলেই আপাতত বাড়ির কাজকর্মে মন দিয়েছেন। এই পরিস্থিতি ভিকি কৌশল ব্যস্ত তাঁর বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে। ফাঁকা সময় পেয়ে বাড়ির সিলিং ফ্যান পরিষ্কারের কাজে মন দিলেন অভিনেতা ভিকি কৌশল।

ভক্তদের কথা মাথায় রেখে, এই মুহূর্তে সেলেবরা বাড়ির যে কাজকর্মই করছেন, তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভুলছেন না। ভিকিও তাই করলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্যান বেশ উঁচুতে থাকায় ভিকির তা পরিষ্কার করতে একটু সমস্যাই হচ্ছিল। যদিও ভিকি যথেষ্ঠ লম্বা, তবুও  গোড়ালি উঁচু করেই পাখায় হাত পৌঁছলো অভিনেতার। ভিডিয়োর শেষে ভিকিকে ছড়া কেটে বলতে শোনা গেল, ''যিসকা লড়কা লম্বা, উসকা ভি বড়া কাম হ্যায়, পাঙ্খে সাফ করবালো টুল কা কেয়া কাম হ্যায়।''

আরও পড়ুন-নিকের সন্তানের মা হওয়ার পরিকল্পনা করছেন? মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

ভিডিয়োটি দেখে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করেছেন।  কেউ বলছেন, লকডাউনের জেরে ভিকি কৌতুক শিল্পী হয়ে গিয়েছেন। ভিকির মহিলার ভক্তদের মধ্যে কেউ বলেছেন 'ম্যারেজ মেটিরিয়াল', কেউ আবার বলেছেন, 'পারফেক্ট হাজব্যান্ড মেটিরিয়াল।'

আরও পড়ুন-দেশজুড়ে করোনার প্রকোপ, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

প্রসঙ্গত, শেষবার ভিকিকে ভূত: দ্যা হনটেড শিপ ছবিতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন-করোনার প্রকোপে গৃহবন্দি, বাড়ির বাগানেই বেশিক্ষণ কাটছে জয়া আহসানের

.