Vicky-Katrina: নিয়ম মেনে হালুয়া রাঁধলেন ক্যাটরিনা, 'সেরা'র তকমা ভিকির

ক্যাটরিনার তৈরি হালুয়া শেয়ার করে অভিনেতা লেখেন, ''সেরা হালুয়া।''

Updated By: Dec 18, 2021, 11:54 AM IST
Vicky-Katrina: নিয়ম মেনে হালুয়া রাঁধলেন ক্যাটরিনা, 'সেরা'র তকমা ভিকির
ফোটো- ইনস্টাগ্রাম সৌজন্যে

নিজস্ব প্রতিবেদন: গত বেশ কয়েক সপ্তাহ জুড়ে টিনসেল টাউনের চর্চিত বিষয় ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। গত ৯ই ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে সাত পাকে বাঁধা পড়েছেন ভিক্যাট। মধুচন্দ্রিমা পর্ব শেষে চলতি সপ্তাহের গোড়াতেই হাতে হাত ধরে মুম্বইয়ে ফিরেছেন দুজনে।উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধু। ভিকি-ক্যাটের বিয়েতে দেখা গিয়েছিল বেশ কিছু বলিউড তারকাকেও।  

মুম্বই ফিরে শ্বশুরবাড়িতে নিয়ম মাফিক রান্নাও করেছেন নববধূ ক্যাট। পঞ্জাবিতে এই রীতিকে চৌনকা চারধানা বলে। নিয়ম অনুযায়ী প্রথমবার রান্নাঘরে গিয়ে ঘরের লক্ষ্মীকে মিষ্টি খাবার বানাতে হয়। সেই মত প্রথমদিন সুজির হালুয়া বানালেন ক্যাট।  সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি বানিয়েছি’। 

তবে কম যান না ভিকি কৌশলও। ক্যাটরিনার তৈরি হালুয়া শেয়ার করে অভিনেতা লেখেন, ''সেরা হালুয়া।''  

       

আরও পড়ুন, বন্ধ Miss World 2021 প্রতিযোগিতা, করোনা আক্রান্ত মিস ইন্ডিয়া-সহ ১৭ সদস্য

ইটিটাইমস সূত্রে খবর, একসঙ্গে নতুন প্রোজেক্টের কাজ শুরু করবেন ক্যাটরিনা। দুজনের বাজারদর এখন আকাশছোঁয়া, আর নামীদামী ব্র্যান্ডগুলো এখন সেই জনপ্রিয়তাকেই ক্যাশ-ইন করতে চলেছে। জানা যাচ্ছে ভিক্যাটকে খুব শিগরির একটা বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে। একটা হেলথ প্রোডাক্টের বিজ্ঞাপনী প্রচারের মুখ হবেন দুজনে। 

শোনা যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর মুম্বইতেই গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেছেন তাঁরা। যেখানে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় তারকারা। প্রসঙ্গত, বিয়ে মিটতেই মধুচন্দ্রিমার উদ্দেশে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন নব দম্পতি ভিকি-ক্যাটরিনা। সদ্যই তাঁরা সেখান থেকে মুম্বইয়ে ফিরেছেন। মুম্বই ফিরতেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তাঁরা। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.