Victor Banerjee hospitalised: টলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুতর অসুস্থ টলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, উত্তরাখন্ডের মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা। সেখান থেকে দেরাদুনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে আইসিইউতে থাকতে হয়েছিল। এই অভিনেতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। এখনও বেশ কয়েক দিন তাঁকে হাসপাতালেই রাখা হবে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।
এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ৭৭ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই বিচলিত ভক্তরা। ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও খুব বেশি জটিলতা ছিল না তার শরীরে। তবে, ওই বছর ভিক্টর বন্দ্যোপাধ্যায় পরপর কোভিড ও ডেঙ্গুতেও আক্রান্ত হন। সেইসময় ভর্তি ছিলেন হাসপাতালে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় কাজ করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’র মাধ্যমে চলচ্চিত্র জগতে আলোড়ন তৈরি করেছিলেন অভিনেতা। ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘দেবতা’, ‘আক্রোশ’, ‘মহাপৃথিবী’র মতো একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ডেভিড লিন পরিচালিত হলিউড সিনেমা ‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’য় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি।
যদিও দীর্ঘদিন ধরে তেমনভাবে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না অভিনেতাকে। সর্বশেষ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ চলচ্চিত্রে তাকে দেখে মুগ্ধ হন দর্শকরা। এদিকে, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস (ডব্লিউবিএফজে) কর্তৃপক্ষ অভিনেতাকে আজীবন সম্মাননা দেওয়ার কথা ঘোষণা করেছিল। চলছিল পদক প্রদান অনুষ্ঠানেরও প্রস্তুতি। তবে অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় এই সম্মান প্রর্দশন অনুষ্ঠান পিছনো হয়েছে।
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.