close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

কলেজ পার্টিতে সুহানার নাচের ভিডিয়ো ভাইরাল

হাজার হোক কিং খানের মেয়ে বলে কথা...

Updated: Jun 12, 2019, 10:07 AM IST
কলেজ পার্টিতে সুহানার নাচের ভিডিয়ো ভাইরাল

নিজস্ব প্রতিবেদন: শাহরুখ কন্যা সুহানার বলিউড ডেবিউ এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে অন্যান্য তারকা সন্তানদের মতো সুহানাও প্রায় নিত্যদিনই পেজ থ্রির খবরে উঠে আসেন। হাজার হোক কিং খানের মেয়ে বলে কথা। 

এর আগে সুহানার মঞ্চে অভিনয়ের নানান ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এবং তা নিমেষে ভাইরাল হয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুহানার একটি নাচের ভিডিয়ো। যেখানে শাহরুখ কন্যাকে মার্কিন অভিনেতা উইল স্মিথের একটি টিভি শো 'দ্যা ফ্রেশ প্রিন্স অফ বেল এয়ার' টাইটেল ট্র্যাকে নাচতে দেখা গেছে। 

আরও পড়ুন-লন্ডনের ফাইনাল ইয়ার কলেজ পার্টিতে হট লুকে শাহরুখ কন্য়া

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

জানা যাচ্ছে, সুহানার নাচের ভিডিয়োটি বেশ পুরনো। গত বছর জুন মাসে লন্ডনে সুহানার আর্ডিংলি কলেজের একটি পার্টিতে হাজির ছিলেন গৌরী খান। সিলভার রঙের মেটালিক ড্রেসে হট লুকে মম গৌরী খানের সঙ্গে সুহানার এই ছবি টুইট করেছেন খোদ ড্যাডি শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা সুহানার নাচের এই ভিডিয়োটিও সেই সময়কার তা তাঁর পোশাক দেখেই বোঝা যাচ্ছে। 

আরও পড়ুন-ভক্তের আকষ্মিক মৃত্যু, শোকজ্ঞাপন রণবীরের

গত সপ্তাহেই ATM হাতে সুহানার একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, ভগ ম্যাগাজিনে জন্য শাহরুখ কন্যার কভার ফটো শ্যুটও বেশ আলোচনায় উঠে এসেছিল। 

পা ছুঁয়ে প্রণাম ভক্তের, নেটিজেনদের আক্রমণের মুখে রণবীর কাপুর