Prabha Atre Passes Away: হৃদরোগে আক্রান্ত, ঘুমের মধ্যেই চলে গেলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আত্রে
Prabha Atre Dies: রশিদ খানের মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের এক দুঃসংবাদ। কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আত্রের জীবনাবসান। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিরানা ঘরানায় একের পর এক নজির সৃষ্টি করেছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত তিনবারের পদ্ম পুরস্কার পাপ্র শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আত্রে। শনিবার ভোরে প্রয়াত হলেন ড. প্রভা আত্রে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। সূত্রর খবর, শনিবার সকালে সামান্য শ্বাসকষ্টের জন্যে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শাস্ত্রীয় সঙ্গীতে পরপর মৃত্যুতে শোকাহত গোটা দেশ।
১৯৯০ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। এরপর আরও দু-বার ভারত সরকার তাঁকে পদ্ম সম্মানে সম্মানিত করে। ২০০২ সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ ও ২০২২-এ পদ্মবিভূষণে ভূষিত হন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিরানা ঘরানায় একের পর এক নজির সৃষ্টি করেছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে, রত্না পুরস্কার, হাফিজ আলি খান পুরস্কার এবং তিনি গ্লোবাল অ্যাকশন ক্লাব ইন্টারন্যাশনাল দ্বারাও স্বীকৃতি পেয়েছেন।
হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন। ভীমসেন যোশীর পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। আট বছর বয়সে গান গাওয়া শুরু করেন শিল্পী। শুধু তাই নয়, প্রভা স্বরঙ্গিনী এবং স্বরঞ্জনীর মতো সঙ্গীত রচনার উপর বই লিখেছিলেন। বিজ্ঞান ও আইনে স্নাতক হওয়ার পর প্রভা আত্রে সঙ্গীতেও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন।
প্রভা আত্রের পরিবারের লোকেরা প্রত্যেকেই বিদেশে থাকেন। সূত্রের খবর, তাঁরা দেশে ফেরার পরেই শেষকৃত্য সম্পন্ন হবে এই কিংবদন্তি শিল্পীর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)