WB assembly election 2021 : মমতাকে দেখে মিমির চোখে জল, গলা বুজে এল কথা বলতে গিয়ে

কীভাবে এই আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্যে তোলপাড় রাজ্য

Updated By: Mar 11, 2021, 02:22 PM IST
WB assembly election 2021 : মমতাকে দেখে মিমির চোখে জল, গলা বুজে এল কথা বলতে গিয়ে
কেঁদে ফেললেন মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন: ‘শিবরাত্রির দিনে সবাই প্রার্থনা করুন, দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন’। বলেই কেঁদে ফেললেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে SSKM-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেতে আসেন যাদবপুরের সাংসদ। মুখ্যমন্ত্রীকে হাসপাতালের (Hospital) বেডে শুয়ে থাকতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন মিমি (Mimi Chakraborty)। সাংবাদিকদের তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁর রাজনীতিতে (WB assembly election 2021) আসা।নাহলে, তিনি কখনওই এত বড় সিদ্ধান্ত নিতে পারতেন না। সেখানে ‘দিদি’কে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে খুব কষ্ট হচ্ছে তাঁর। কথা বলতে বলতে রোদচশমা খুলে চোখের জল মুছতে থাকেন তিনি। সাংবাদিকদের বলেন, ‘আজ শিবরাত্রি। আপনারা সবাই প্রার্থনা করুন, দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, বাকি সব তার পর ভাবা যাবে’।

প্রসঙ্গত, বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই আহত হন। তাঁর পায়ে আঘাত লাগে। আঘাত লাগে তাঁর মাথায়, হাতেও। মেডিক্যাল বুলেটিন বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে। পায়ের পাতায় অসহ্য যন্ত্রণা রয়েছে মুখ্যমন্ত্রীর। ৬ সদস্যের চিকিৎসক দলের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী (CM)।  

আরও পড়ুন : WB assembly election 2021 : 'সুস্থ হয়ে ওঠো বাংলার বাঘিনী', Mamata-র আরোগ্য কামনায় তারকারা

কীভাবে এই আঘাত তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্যে তোলপাড় রাজ্য। নন্দীগ্রাম থানায় তৃণমূল (TMC) অভিযোগ দায়ের করে। ৩২৩ ও ৩৪১ ধারায় অজ্ঞাত ব্যক্তির উপর হামলার অভিযোগ দায়ের হয়। তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানান। তাঁদের দাবি, মমতার উপর আক্রমণের পূর্বাভাস ছিলই। তাঁর নিরাপত্তার বিষয় নিয়েই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করল তৃণমূল। অন্যদিকে বিজেপির (BJP) পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রসঙ্গটি উড়িয়ে দিয়ে বলা হয়, গোটা ঘটানাটিই সাজানো।

আরও পড়ুন : WB assembly election 2021 : 'ইভিএমে জবাব দেবেন মানুষ', Mamata-র চোট নিয়ে সরব Kanchan

সকাল থেকেই দফায় দফায় বিভিন্ন দলের নেতারা মুখ্যমন্ত্রীকে দেখতে আসেন। দেখতে আসেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী (Actor) মিমি চক্রবর্তীও। ‘দিদি’কে দেখে এসেঅ আবেগতাড়িত মিমি কেঁদে ফেলেন।

.