WB assembly election 2021 : 'সুস্থ হয়ে ওঠো বাংলার বাঘিনী', Mamata-র আরোগ্য কামনায় তারকারা

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় টুইট করেন পরমব্রত চট্টোপাধ্যায়ও 

Updated By: Mar 11, 2021, 12:57 PM IST
WB assembly election 2021 : 'সুস্থ হয়ে ওঠো বাংলার বাঘিনী', Mamata-র আরোগ্য কামনায় তারকারা
একের পর এক টুইট তারকাদের

নিজস্ব প্রতিবেদন: ​বুধবার নন্দীগ্রামে প্রচারে (WB assembly election 2021) গিয়ে পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরানোর সময় ধাক্কাধাক্কিতে পায়ে চোট লাগে তৃণমূল কংগ্রেস নেত্রীর। ওই ঘটনার পরপরই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে যখন রাজনৈতিক মহলের তরফে প্রতিক্রিয়া জানানো শুরু হয়, সেই সময় মুখ্যমন্ত্রীর (CM) আরোগ্য কামনায় একের পর এক টুইট করেন টলিউড তারকারা (তারকা প্রার্থীরাও রয়েছেন ওই তালিকায়) । 

 

রাজ চক্রবর্তী (Raj Chakraborty) থেকে কৌশানি মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা মুখ খুলতে শুরু করেন মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়ে। তৃণমূল কংগ্রেস নেত্রীর আরোগ্য কামনা করে রাজ চক্রবর্তী বলেন, 'অনেক লড়াই নাকি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি।' 

আরও পড়ুন : 'TMC-র ২৯৪টি আসনের প্রার্থীই Mamata Banerjee' : লাভলি মৈত্র

কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee) বলেন, 'শিগগিরই সুস্থ হয়ে ওঠো দিদি। সমস্ত প্রতিবন্ধকতাকে রুখে দিয়ে লড়াই চালিয়ে যাও বাংলার বাঘিনী।' 

আরও পড়ুন : WB assembly election 2021 : চণ্ডীপুর বিধানসভায় প্রচার Soham-র

মমমতা বন্দ্যোপাধ্যায়কে কে আঘাত করেছেন? ওই ঘটনার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। 

 

মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করা হয়েছে বলে বুধবারের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান পরমব্রত চট্টোপাধ্যায়ও। 

.