তৃণমূল কংগ্রেসে টেলি তারকা Rizwan, Priya ও Paayel

তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ, দুই অভিনেত্রী পায়েল দেব ও প্রিয়া পাল।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 23, 2021, 03:00 PM IST
তৃণমূল কংগ্রেসে টেলি তারকা Rizwan, Priya ও  Paayel

নিজস্ব প্রতিবেদন : টলিপাড়ায় তারকাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার হিড়িক অব্যাহত। ফের তৃণমূলে যোগ দিলেন টেলিভিশনের তিন জনপ্রিয় মুখ। মঙ্গলবার তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ (Rizwan Rabbani Sekh), দুই অভিনেত্রী পায়েল দেব (Paayel Dev) ও প্রিয়া পাল (Priya Paul)।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে 'সাঁঝের বাতি'র 'আর্যমান' ওরফে রিজওয়ান (Rizwan Rabbani Sekh) বলেন, ''আজ আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে অফিসিয়ালি যুক্ত হলা।, তবে প্রথম থেকেই আমি এই দলের সঙ্গে রয়েছি। অভিনয় ছাড়া ব্যক্তিগত জীবনে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এতদিন সবকিছু নিরবেই করেছি, তবে আজ মনে হচ্ছে সামনে এসে কাজ করা উচিত। বড়রা এতদিন লড়েছেন, এবার তরুণ-তরুণীদের সামনে আসা উচিত। ''

প্রিয়া পাল (Priya Paul) বলেন, ''আমি ১০ বছর ধরে দিদিকে ভালোবাসি। এতদিন অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসে ছিলাম না। তবে আমার মনে হয়েছে এই সময় আমাদের সবার দিদির পাশে থাকা উচিত। বর্তমান সময় অনেকেই নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়ে বিজেপিতে চলে গেছেন। তাই এই সময় আমাদের মতো সবার দিদির পাশে থাকা উচিত। আমি অভিনয় করি, রাত ২-তেও শ্যুটিং শেষ করে গাড়ি চালিয়ে নৈহাটির বাড়িতে গেছি। কখনও সমস্যায় পড়িনি। বাংলা ঠিক এতটাই নিরাপদ রাজ্য। আর দিদি শিল্পীদের জন্য অনেক করেছেন। শুধু আমাদের নয়, সাধারণ মানুষের জন্যও দিদি অনেক করেন। দিদি সাধারণের পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা ঋণ দেওয়ার পরিকল্পনাও করছেন। এছাড়াও খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী-র মতো বহু প্রকল্প এনেছেন। তাই সকলকে দিদির পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।''

আরও পড়ুন-ভোট প্রচারে June, তারকাপ্রার্থীর পা ধুইয়ে দিলেন আদিবাসী মহিলারা

আরও পড়ুন-সোনারপুর দক্ষিণে ভোট প্রচারে BJP-র Anjana Basu, উত্তরে TMC-র Lovely Maitra

পায়েল দেব (Paayel Dev)  বলেন, ''দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) হাত আমাদের সবার মাথার উপর অভিভাবিকার মতো রয়েছে। সকালে আমি মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, আরেক মায়ের হাত ধরব বলে। আমি অভিনেত্রী, জনতার কাছে যাওয়াই কাজ। দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আমাদের জন্য কীভাবে লড়ে চলেছেন। আর তাতেই আমি অনুপ্রেরণা পেয়েছি।  আমাদের মতো অনেকেই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংগঠনের সঙ্গে যুক্ত হলে সাধারণ মানুষের জন্য কাজ করাটা আমাদের পক্ষে অনেক সহজ হবে।'' 

এদিকে এদিনই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন স্বরাজ ঘোষ। বিজেপির কিশান মোর্চার রাজ্য সম্পাদক ছিলেন তিনি। 

.