Shah Rukh Khan:''দ্রুত সুস্থতা কামনা করছি'', কোভিড আক্রান্ত শাহরুখের আরোগ্য কামনায় মমতা

 করোনায় আক্রান্ত শাহরুখ খান! আপাতত মন্নতে আইসোলেশনে রয়েছেন শাহরুখ। 

Updated By: Jun 6, 2022, 08:34 AM IST
Shah Rukh Khan:''দ্রুত সুস্থতা কামনা করছি'', কোভিড আক্রান্ত শাহরুখের আরোগ্য কামনায় মমতা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বলিউডে ফের করোনার থাবা। কোভিডে আক্রান্ত শাহরুখ খানের (Shah Rukh Khan)। কিং খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনার পরই টুইট করে আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা টুইটে লিখেছেন, “সদ্য জানতে পারলাম, আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান কোভিড পজিটিভ। সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্ত হও শাহরুখ। তাড়াতাড়ি কাজে ফিরে এসো।”

একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন বলিউডের তারকারা। প্রথমে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)। তারপরে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। আর এবার করোনায় আক্রান্ত শাহরুখ খান! আপাতত মন্নতে আইসোলেশনে রয়েছেন শাহরুখ। 

একের পর এক বলি তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর করণ জোহারের ৫০তম জন্মদিনের পার্টিকেই দায়ী করছেন অনুরাগীরা। নেটিজেনদের কথায়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে রীতিমতো তারকাদের ঢল নেমেছিল। শাহরুখ, আমির, সলমনের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডভানি, অক্ষয় কুমার, আদিত্য রায় কাপুর সহ অন্য সকল অভিনেতারাও। তাদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত। 

 প্রসঙ্গত, একদিন আগেই শাহরুখ খান তাঁর আসন্ন ছবি ‘জওয়ানের’ ঘোষণা করেছেন। তার পরিচালক অ্যাটলি। শাহরুখ আবার আগামী বছর ‘পাঠান’, এবং রাজকুমার হিরানির ‘ডানকি’ ছবিতে দেখা দেবেন। 

আরও পড়ুন, Rupankar Bagchi-KK: কেকে বিতর্কের পর প্রথমবার স্টেজ শোয়ে রূপঙ্কর, গাইলেন 'আমার মতে তোর মতন কেউ নেই'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.