চিরঞ্জিবীর ভাইঝি নিহারিকাকে বিয়ে করছেন প্রভাস?
প্রভাসের বিয়ে নিয়ে জল্পনার যেন আর শেষ হচ্ছে না। কখনও সিমেন্ট রাশি সিমেন্টের মালিক ভূপতি রাজুর নাতনি, কখনও বা কোনও ইঞ্জিনিয়ারিং ছাত্রী কিংবা কোনও ফিল্মের নায়িকা, একাধিকবার একাধিক জনের সঙ্গে প্রভাসের বিয়ের খবর শোনা গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই বিয়ের খবর ভুল প্রমাণিত হয়েছে। পাশপাশি বাহুবলী'র নায়িকা দেবসেনা অনুষ্কা শেট্টির সঙ্গেও প্রভাসের বিয়ে নিয়ে জল্পনাও কম হয়নি।
নিজস্ব প্রতিবেদন: প্রভাসের বিয়ে নিয়ে জল্পনার যেন আর শেষ হচ্ছে না। কখনও সিমেন্ট রাশি সিমেন্টের মালিক ভূপতি রাজুর নাতনি, কখনও বা কোনও ইঞ্জিনিয়ারিং ছাত্রী কিংবা কোনও ফিল্মের নায়িকা, একাধিকবার একাধিক জনের সঙ্গে প্রভাসের বিয়ের খবর শোনা গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই বিয়ের খবর ভুল প্রমাণিত হয়েছে। পাশপাশি বাহুবলী'র নায়িকা দেবসেনা অনুষ্কা শেট্টির সঙ্গেও প্রভাসের বিয়ে নিয়ে জল্পনাও কম হয়নি।
তবে সম্প্রতি, প্রভাসের কাকা কৃষ্ণম রাজু নিজেই প্রভাসের বিয়ে নিয়ে মুখ খোলেন। জানান, এবছরই (২০১৮) বিয়ে করবেন প্রভাস। পরিবারের পছন্দের পাত্রীকেই বিয়ে করবেন তিনি। তবে কাকে, কবে প্রভাস বিয়ে করছেন সেবিষয়ে কিছুই জানান নি তিনি। তবে প্রভাস অবশ্য নিজের বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি। এদিকে প্রভাসের কাকার সাক্ষাৎকারের পর পরই 'দুবাই'তে বুর্জ খলিফায় 'সাহো'র শ্যুটিং পিছিয়ে যায়। তখন রটে যায় প্রভাসের বিয়ের কারণেই নাকি শ্যুটিং পিছিয়েছে। আর এখন শোনা যাচ্ছে প্রভাস নাকি দক্ষিণী তারকা চিরঞ্জিবীর ভাইঝি নিহারিকা কোনিদেলাকে বিয়ে করছেন প্রভাস। প্রসঙ্গত, দক্ষিণী ছবি 'ওকা মানাসু' দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছেন নিহারিকা।
তবে ভাইঝি নিহারিকার সঙ্গে প্রভাসের বিয়ের জল্পনা পুরোটাই ভিত্তিহীন, গুজব বলে উড়িয়ে দিয়েছেন খোদ চিরঞ্জিবী। প্রভাসও আপাতত তাঁর 'সাহো'র শ্যুটিং নিয়েই ব্যস্ত। খুব শীঘ্রই দুবাইতে ছবির অ্যাকশন দৃশ্য শ্যুট করতে চলেছেন তিনি। যার কোরিওগ্রাফি করছেন হলিউডের বিখ্যাত স্টান্টম্যান কেনি বেটস।