বৌমার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শাশুড়ি মা

 একে অপরের বিরুদ্ধে অভিযোগের শেষ থাকে না। 

Updated By: Feb 5, 2019, 05:15 PM IST
বৌমার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শাশুড়ি মা

নিজস্ব প্রতিবেদন: বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েদের নাকি মানিয়ে নিতে হয়। শাশুড়ির ভুল করলেও তাঁর সঙ্গে তর্ক করতে নেই। এই রকম হাজারও পরামর্শ একজন মধ্যবিত্ত বাঙালি মাকে তাঁর মেয়ের বিয়ের সময় দিতে দেখা যায়। তবুও শাশুড়ি-বৌমার খিটিমিটি সংসারে লেগেই থাকে। একে অপরের বিরুদ্ধে অভিযোগের শেষ থাকে না। এমনই মধ্যবিত্ত পরিবারে শাশুড়ি-বৌমার গল্প নিয়েই আসছে শিবপ্রদাস মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশনের আগামী ছবি 'মুখার্জী দার বৌ'।

ছবিটিতে বৌমা অদিতির চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় আর শাশুড়ি শোভারানির ভূমিকায় দেখা যাবে অনুসূয়া মজুমদারকে। 'মুখার্জী দার বৌ' ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে প্রযোজনা সংস্থার তরফে একের পর এক টিজার প্রকাশ করা হচ্ছে। যেখানে উঠে আসছে শাশুড়ি-বৌমার সম্পর্কের খুঁটিনাটি। কিছুদিন আগেই মুক্তি পাওয়া টিজারে বৌমা কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল শাশুড়ি মায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে। বৌমা অদিতির ভূমিকায় কনীনিকার অভিযোগ ছিল, সে তাঁর বাড়ির আদরের ছোট মেয়ে, যে কিনা পেটি ছাড়া মাছ খেতে পারতো না, শ্বশুরবাড়িতে বৌভাতের পরের দিন তাঁরই পাতে পড়ে সবথেকে ছোট্ট মাছের পিসটা, তাও আবার পেটি নয়, গাদা। এসব কথা বলতে বলতে চোখে জল এসে যায় তাঁর।  আবার কখনও বা দেখা যায় আরশোলা দেখে ছেলের বৌ ভয়ে চিৎকার করতে থাকলে, শাশুড়ি মাই আবার আরশোলা মারতে ছুটে যান।

আরও পড়ুন-বৌভাতের পরদিন পাতে পড়েছিল মাছের সবচেয়ে ছোট্ট পিসটাই, সরব কনীনিকা

এবার 'মুখার্জী দার বৌ'-এর দ্বিতীয় টিজারে পাল্টা বৌমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শাশুড়ি শোভারানি অর্থাৎ অনুসূয়া মজুমদার। তাঁর অভিযোগ, বিয়ের পরদিন কনীনিকা ওরফে অদিতি নাকি তাঁর বান্ধবীকে বলেছিল যে তাঁর শাশুড়িকে তাঁর মা ডাকতে এক্কেবারেই ভালো লাগে না। আর তাই নাকি তাঁর মা ডাকে কোনও প্রাণ ছিল না। আরও অভিযোগ, শ্বশুড়মশাই মারা যাওয়ার পর বছর ঘুরতে না ঘুরতেই লুকিয়ে নিজের ঘরে রাখার জন্য টিভি কিনে নিয়েছিল তাঁর বৌমা অদিতি অর্থাৎ কনীনিকা। বৌমার কাছে শাশুড়ির প্রশ্ন নিজের মা হলে সে কী এমনটা করতে পারতো? টিজারে আবার কখনও বা রাতে একা শুতে ভয় পাওয়ার জন্য সেই বৌমাকেই ডাকতে আসতে দেখা গেছে শাশুড়ি শোভারানি অর্থাৎ অনুসূয়াকে।

আরও পড়ুন-বিক্রমের কাছ থেকে পাওয়া প্রথম উপহার, কেঁদে ফেললেন ঐন্দ্রিলা, অঙ্কুশকে ছেড়ে বিক্রমের দিকে ঝুঁকছেন ঐন্দ্রিলা?

এভাবেই ছবির ছোট ছোট টিজারের মাধ্যমে তুলে ধরা হয়েছে মধ্যবিত্ত পরিবারে শাশুড়ি-বৌমার সম্পর্কের বুনন। একে অপরের প্রতি জমে থাকা ক্ষোভ, অভিমান, আবার কখনও পাশাপাশি থাকতে থাকতে পরস্পরে ভালোবাসা, আবার কিছুটা মায়াও তৈরি হয়ে যায়। ঠিক এমনটাই তো মধ্যবিত্ত বাঙালি পরিবারের শাশুড়ি-বৌমার সম্পর্কে ধরা পড়ে, তাই নয় কি?

আরও পড়ুন-বন্দুক চালনা শিখছেন দেব, ব্যাপারটা কী?

.