করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন অভিনেত্রী জুলি বেনেট

৮৮ বছরে ধকল সহ্য করতে না পেরেই মৃত্যু হয় জুলির 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 3, 2020, 06:13 PM IST
করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন অভিনেত্রী জুলি বেনেট

নিজস্ব প্রতিবেদন : ​কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেত্রী জুলি বেনেট-এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দ্য যোগী বিয়ার-খ্যাত অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।

জুলি বেনেটের বন্ধু জানান, গত ৩১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর শুক্রবার তাঁর মৃত্যুর খবর আসে।

আরও পড়ুন :  করোনা কেড়ে নিল প্রাণ, চলে গেলেন গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গায়ক অ্যাডাম স্কলেঞ্জার

মঙ্গলবার সকালে করোনার মারণ থাবায় আক্রান্ত হয়ে চলে যান স্টার ওয়ার্স-খ্যাত অভিনেতা অ্যানড্রিউ জ্যাক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

অ্যানড্রিউ জ্যাকের পর বৃহস্পতিবার খবর পাওয়া যায়, গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গায়ক অ্যাডাম স্কলেঞ্জারেরও মৃত্যু হয় করোনায় আক্রান্ত হয়ে। স্কলেঞ্জারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোক প্রকাশ করেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস।

.