তৃতীয় দফার ভোটে আজ ভাগ্য পরীক্ষা হেভি ওয়েট বহু তারকা প্রার্থীর

তৃতীয় দফার লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। রাজধানী দিল্লিতে আজ ভাগ্য নির্ধারিত হবে কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলের। এছাড়াও দিল্লিতে প্রার্থী হিসাবে যাঁদের দিকে নজর থাকবে তাঁরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন, দিল্লি বিজেপি সভাপতি হর্ষবর্ধন, প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষীতের ছেলে কংগ্রেস প্রার্থী সন্দীপ দিক্ষীত, বিজেপির মীনাক্ষি লেখি, ও ভোজপুরি গায়ক মনোজ তিওয়ারি। মহারাষ্ট্রের নাগপুর থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিজেপি সভাপতি নীতিন গড়করি। ভান্ডারা-গোন্ডিয়ায় প্রার্থী প্রফুল্ল প্যাটেল।

Updated By: Apr 10, 2014, 08:37 AM IST

তৃতীয় দফার লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। রাজধানী দিল্লিতে আজ ভাগ্য নির্ধারিত হবে কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলের। এছাড়াও দিল্লিতে প্রার্থী হিসাবে যাঁদের দিকে নজর থাকবে তাঁরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন, দিল্লি বিজেপি সভাপতি হর্ষবর্ধন, প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষীতের ছেলে কংগ্রেস প্রার্থী সন্দীপ দিক্ষীত, বিজেপির মীনাক্ষি লেখি, ও ভোজপুরি গায়ক মনোজ তিওয়ারি। মহারাষ্ট্রের নাগপুর থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিজেপি সভাপতি নীতিন গড়করি। ভান্ডারা-গোন্ডিয়ায় প্রার্থী প্রফুল্ল প্যাটেল।

উত্তর প্রদেশে গাজিয়াবাদে কংগ্রেসের প্রার্থী রাজ বব্বর। এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। মেরঠ থেকে হাত চিহ্নে লড়ছেন অভিনেত্রী নাগমা। বাগপতে বিজেপি-র প্রার্থী মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার সত্যপাল সিং। বিজনৌর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন সদ্য আরএলডি-তে যোগ দেওয়া অভিনেত্রী জয়াপ্রদা।

এ বছর বিহারের সাসারাম থেকে তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসভার স্পিকার মীরা কুমার। কংগ্রেসের প্রার্থী তিনি। এলজেপি সভাপতি রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসওয়ান অভিনয় জগত্‍ থেকে এবার রাজনীতির আঙিনায়। রাজ্য বিধানসভার স্পিকার উদয় নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে জামুই কেন্দ্রে লড়ছেন তিনি। এর পাশাপাশি, কেরলের তিরুবনন্তপুরম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। চালাক্কুড়ি থেকে কংগ্রেসের পি সি চাকো, কোল্লাম কেন্দ্রে সিপিআইএমের এম এ বেবি, এর্নাকুলামে কে ভি থমাস প্রার্থী হয়েছেন। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন কমলনাথ। চন্ডীগড় কেন্দ্রে কংগ্রেসের পবন বনসল এবং বিজেপির কিরণ খেরের মধ্যে জোরদার লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

.