সন্ত্রাস উপেক্ষা করে ভোট হবে শেষ দুই দফায়, মনে করছেন বাম নেতারা

নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, শাসকদলের সন্ত্রাস সবকিছুর পরও মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। মনে করছেন উত্তর ২৪ পরগনার পাঁচ বাম প্রার্থী। অসীম দাশগুপ্ত, সুভাষিণী আলিদের দাবি লোকসভা নির্বাচনে হারানো ভোট ফিরে পাবে বামেরা।

Updated By: May 3, 2014, 01:25 AM IST

নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, শাসকদলের সন্ত্রাস সবকিছুর পরও মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। মনে করছেন উত্তর ২৪ পরগনার পাঁচ বাম প্রার্থী। অসীম দাশগুপ্ত, সুভাষিণী আলিদের দাবি লোকসভা নির্বাচনে হারানো ভোট ফিরে পাবে বামেরা।

রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের পর বিশেষ পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশের উপর ক্ষুব্ধ বামেরা। এমনকী তার অপসারণের দাবিও উঠেছে। তবে কমিশনের নিষ্ক্রিয়তার কারণে মানুষ ভোট দিতে পারেননি, এমনটা মনে করছে না রাজ্যের বিরোধী শিবির। অন্তত এমনটাই মত উত্তর চব্বিশ পরগনা জেলার পাচ বাম প্রার্থী অসীম দাশগুপ্ত, সুভাষিণী আলি,দেবেশ দাস, নুরুল হুদা, মোর্তজা হোসেন।

কলকাতার প্রেস ক্লাবে শুক্রবারের সাংবাদিক বৈঠক ছিল বেশ অভিনব। ওই জেলার পাচটি আসনের পাচ বাম প্রার্থী, দমদম কেন্দ্রে অসীম দাশগুপ্ত, বারাকপুরে সুভাষিণী আলি, বনগাঁয় দেবেশ দাস, বারসতে মোর্তজা হোসেন এবং বসিরহাটে নুরুল হুদা একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন। প্রত্যেকেরই দাবি উত্তর ২৪ পরগনা জেলায় নজরকাড়া ফলাফল করবে বামেরা।

.