মন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়?

বাবুল সুপ্রিয়র মন্ত্রী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। দেশের ভাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে আজই দিল্লি রওনা হচ্ছেন তিনি। লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে জিতে খুশি বাবুল সুপ্রিয়। তবে নির্বাচনী প্রচার চলাকালীন তাঁর ওপর হওয়া হামলার ঘটনায় ব্যথিত তিনি।

Updated By: May 17, 2014, 07:22 PM IST

বাবুল সুপ্রিয়র মন্ত্রী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। দেশের ভাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে আজই দিল্লি রওনা হচ্ছেন তিনি। লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে জিতে খুশি বাবুল সুপ্রিয়। তবে নির্বাচনী প্রচার চলাকালীন তাঁর ওপর হওয়া হামলার ঘটনায় ব্যথিত তিনি।

আজ সাংবাদিকদের বাবুল জানান, তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাঁর। তা সত্ত্বেও তাঁর ওপর আক্রমণের সময় তাঁরা কেউই তাতে হস্তক্ষেপ করেননি। তৃণমূলের নেতা মন্ত্রীদের এই ব্যবহারে তিনি মর্মাহত। ভোটের ফলাফল ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ বিজেপির সম্পাদক মণ্ডলীর বৈঠক ডাকা হয়। বৈঠকে যোগ দিতে বিজেপির অফিসে আসেন বাবুল সুপ্রিয়। এদিন বৈঠকের পাশাপাশি সকলকে গানও শোনান তিনি।

.