করোনা থেকে বাঁচতে জোড়া মাস্ক! কিন্তু কীভাবে পরবেন? নির্দেশিকা দিল কেন্দ্র
মাস্ক পরার ক্ষেত্রে কী কী মনে রাখতে হবে?
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় লন্ডভন্ড হয়েছে দেশ। দৈনিক সংক্রমণ ৪ লাখ পার করেছে। তবে সোমবার অবশ্য ৩ লাখ ৬৬ হাজারের বেশি ছিল সংক্রমণ সংখ্যা। সংক্রমণের সঙ্গে মৃত্যুর হারও চিন্তা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে মাস্ক পরার জন্য বারবার করে বার্তা দিচ্ছে সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ থেকে বাঁচতে বেশ কয়েকজনকে ডাবল মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে। কিন্তু, ডাবল মাস্ক কীভাবে পরবেন? এ নিয়ে এবার কেন্দ্রের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হল।
মাস্ক পরার ক্ষেত্রে কী কী মনে রাখতে হবে?
* ডাবল মাস্ক পরলে, একটা অবশ্যই সার্জিক্যাল মাস্ক পরতে হবে। সঙ্গে দুই বা ত্রিস্তরীয় কাপড়ের মাস্ক পরুন।
* নাক-মুখ ঢাকা থাকে যেন
* তবে খেয়াল রাখতে হবে মাস্ক পরার পর শ্বাস-প্রশ্বাসে যেন কোনও সমস্যা না হয়।
* কাপড়ের মাস্ক নিয়মিত পরিষ্কার করুন।
*একই মাস্ক দু-ধরণের পরবেন না। নাক এবং মুখের সঙ্গে লেগে থাকা মাস্কটি সুতির হলেই সবচেয়ে ভাল।
* একই মাস্ক না পরিষ্কার করে পরবেন না। সার্জিকাল মাস্ক একবারের বেশি ব্যবহার করা উচিত নয়।
বিশেষজ্ঞদের মতে, করোনা যেভাবে রূপ বদলেছে, তাতে মারণ ভাইরাসকে রুখতে জোড়া মাস্ক পরা অত্যন্ত জরুরি। তবে মাস্ক খোলা পরার সময় সতর্ক হতে হবে। মাস্ক হাত থেকে সরিয়ে রাখার পর হাত ভাল করে স্যানিটাইজ করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
কেন ডাবল মাস্ক পরার কথা বলা হচ্ছে? রূপ বদলেছে করোনা। তা কম বেশি সকলেরই জানা। কিন্তু রূপটা যে কত ভয়ঙ্কর তা বোঝা যাচ্ছে না। বায়ুতে ভেসে থাকা সূক্ষ্মাতিসূক্ষ্ম কণার মাধ্যমেও ছড়াতে পারে করোনা সংক্রমণ (Covid19)। তাই একমাত্র মাস্কই আপনাকে বাঁচাতে পারে।
আরও পড়ুন: Oxygen-এর অভাব, রোগী ভর্তি বন্ধ করল রাজারহাটের বেসরকারি হাসপাতাল