সরাসরি মস্তিষ্কে আক্রমণ করতে পারে নোভেল করোনাভাইরাস! চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে

আকিকো ইয়াসাকির নেতৃত্বাধীন ওই গবেষণায় বলা হয়েছে, ভাইরাসটি মস্তিষ্কেও প্রতিলিপি গঠনেও সক্ষম হতে পারে ।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Sep 11, 2020, 05:19 PM IST
সরাসরি মস্তিষ্কে আক্রমণ করতে পারে নোভেল করোনাভাইরাস! চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: মাথা যন্ত্রণা, ভ্যাবাচ্যাকা এসব তো ছিলই এবার বিজ্ঞানীদের আশঙ্কা মস্তিষ্কে সরাসরি বড়সড় আঘাত হানতে পারে নোভেল করোনাভাইরাস। সদ্য প্রকাশিত হওয়া একটি গবেষণায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।

আকিকো ইয়াসাকির নেতৃত্বাধীন ওই গবেষণায় বলা হয়েছে, ভাইরাসটি মস্তিষ্কেও প্রতিলিপি গঠনেও সক্ষম হতে পারে । যার ফলে মস্তিষ্কের কোষেও অক্সিজেনের ঘাটতি হতে পারে। আপাতত প্রারম্ভিক পর্যায়ে গবেষণাটি থাকলেও গবেষণার প্রশংসা করেছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এস অ্যান্ড্রিউ জোসেফসন। এখনও গবেষণাটির পিয়ার রিভিউ হয়নি।

 মস্তিষ্কে সরাসরি আক্রমণ করেছে করোনাভাইরাস, এখনও সেরকম একাধিক উদাহরণ মেলেনি। ইয়াসাকিরা তিনটি পদ্ধতিতে পরীক্ষা করেছেন। প্রথমটি হলো ল্যাবে তৈরি মস্তিষ্ক অর্গানয়েডসের মাধ্যমে, দুই ইঁদুরে পরীক্ষা করে, তিন করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের মস্তিষ্ক পরীক্ষা করে। মস্তিষ্ক অর্গানয়েডসে করোনা সংক্রমণ সম্ভব, এমনকী প্রতিলিপি গঠনেও ভাইরাস সেখানে পারদর্শী। তবে এখনও নিশ্চিত করে কিছু  বলা যাচ্ছে না। এই বিষয়ে আরও পরীক্ষা প্রয়োজন। তবে মস্তিষ্কে সরাসরি ভাইরাসের থাবা বসানোর সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: আমাদের চিন্তাশক্তি নষ্ট করে দিতে পারে এই সব সবজি! চাঞ্চল্যকর দাবি গবেষণায়

.