খুব বেশি হলে ৪ সপ্তাহ; তৈরি হয়ে যাবে করোনার টিকা, জানিয়ে দিলেন ট্রাম্প

টিকায় ছাড়পত্র দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন!

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 16, 2020, 08:04 PM IST
খুব বেশি হলে ৪ সপ্তাহ; তৈরি হয়ে যাবে করোনার টিকা, জানিয়ে দিলেন ট্রাম্প
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: মাথার ওপরে এখন নির্বাচন। করোনা সংক্রমণে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে মানুষের মত্যু হয়েছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপরে ক্ষোভ বাড়ছে মানুষের। তবে সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে আশা জাগিয়েছেন ট্রাম্প, সঙ্গে আশঙ্কাও। বলেছেন, মাস খানেকের মধ্যে হাতে চলে আসবে করোনা টিকা।

আরও পড়ুন-দুর্গাপুজো নিয়ে পুলিস কর্তাদের জন্য নবান্ন থেকে জারি বিশেষ নির্দেশ!

এবিসি নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'অন্য সরকারের আমল হলে হয়তো এই টিকা তৈরি করতে কয়েক বছর লেগে যেত।  এফডিএ-র অনুমতি-সহ লাল ফিতের বাঁধনের একটা বিষয় ছিল। এখন তা হবে না। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা করোনা টিকা হাতে পেয়ে যাব। খুব বেশি হলে ৪ সপ্তাহ!'

উল্লেখ্য, অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল ফের শুরু হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে টিকার ট্রায়ালও চলছে। একমাত্র রাশিয়া টিকা তৈরি করে ফেলেছে বলে দাবি  পুতিন সরকারের। এরকম অবস্থায় কীভাবে ট্রাম্প দেশ-সহ বিশ্ববাসীকে এক মাসের মধ্যে করোনার টিকা উপহার দেবেন তা তিনিই জানেন। একসময় তিনিই মাস্ক পরতে অস্বীকার করেছিলেন। করোনা ঠেকাতে সামজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকেও খুব একটা পাত্তা দেননি।

আরও পড়ুন-দিল্লি হিংসায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট, WhatsApp গ্রুপ বানিয়ে জড়ো করা হয় হাঙ্গামাকারীদের

নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। দেশের রাজনৈতিক মহলের একাংশের ধারনা নির্বাচনের আগে করোনা টিকায় ছাড়পত্র দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি আগেই জানিয়েছে, মানবদেহে করোনা টিকার ফল সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত তা কোনও ভাবেই তা বাজারে ছাড়া যাবে না।

.