Covid-19: কলকাতায় ৩০০-র কাছাকাছি কোভিড আক্রান্ত, মৃত ৬
গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (West Bengal Covid Death) ১৫ জনের।
নিজস্ব প্রতিবেদন: কমল করোনা সংক্রমণ। তবে এখনও রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯০০-র উপরে। কলকাতায় সংক্রমিত বেড়ে তিনশোর কাছাকাছি। আগের দিনের চেয়ে রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা।
রবিবার স্বাস্থ্য দফতরের (West Bengal Heath Department) পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪১৭ জনের। করোনা ধরা পড়েছে ৯১৪ জনের শরীরে। আগের দিনের চেয়ে অনেকটাই কম। সংক্রমণ হার কিছুটা কমে হয়েছে ১.৯৩ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ২৭৪। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪৪। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় সংক্রামিত হয়েছেন যথাক্রমে ৭৩, ৫৮, ৭৫ ও ৩১।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (West Bengal Covid Death) ১৫ জনের। ৬ জন করে মারা গিয়েছেন কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কোভিড থেকে সুস্থ হয়েছেন ৯১৩ জন। রাজ্যে সক্রিয় আক্রান্ত ৮,২৯৬।
এ দিন ১০ লক্ষ ৬৯ হাজার ২১৬ জনকে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন ৭ লক্ষ ৫৯ হাজার ৯৫১। ৩ লক্ষ ৯ হাজার ২৬৫ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।
আরও পড়ুন- Child Covid Vaccine : ৫-১১ বছরের শিশুদের টিকাকরণে Pfizer-কে ছাড়পত্র FDA-র