Breast Milk Antibody: মাতৃদুগ্ধেই তৈরি হচ্ছে করোনার অ্যান্টিবডি, বলছে গবেষণা

করোনায় আক্রান্ত হয়েছেন বা ভ্যাকসিন নিয়েছেন এমন মায়েদের ক্ষেত্রে মিলল অ্যান্টিবডি

Updated By: Nov 15, 2021, 04:26 PM IST
Breast Milk Antibody: মাতৃদুগ্ধেই তৈরি হচ্ছে করোনার অ্যান্টিবডি, বলছে গবেষণা

নিজস্ব প্রতিবেদন: মাতৃদুগ্ধেই  (Breast Milk) উৎপন্ন হচ্ছে কোভিডের (Covid-19) বিরুদ্ধে অ্যান্টিবডি (Antobody)। কোভিডে আক্রান্ত হয়েছেন বা ভ্যাকসিন নিয়েছেন এমন মায়েদের ক্ষেত্রে গবেষণায় সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। যদিও শিশুদের (Children) ক্ষেত্রে সেই অ্যান্টিবডি করোনা থেকে রক্ষা করবে বলে কোনও তথ্য এখনও মেলেনি। 

মার্কিন গবেষণায় মোট ৭৭টি স্যাম্পেল সংগ্রহ করা হয়। এঁদের মধ্যে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছিলন। বাকি ৩০ জন ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন। উভয় ক্যাটেগরির স্যাম্পেলেই মাতৃদুগ্ধে করোনার অ্যান্টিবডি মিলেছে। তবে করোনায় আক্রান্ত হয়েছিলেন এমন মায়েদের ক্ষেত্রে মাতৃদুগ্ধে অ্যান্টিবডির পরিমাণ বেশি দেখা গিয়েছে। গবেষকদের দাবি, উভয় প্রকার অ্যান্টিবডিই SARS-CoV-2 এর বিরুদ্ধে অনাক্রম্যতা গড়ে তুলতে সক্ষম। 

আরও পড়ুন: Coronavirus: দেশে নিম্নমুখী করোনা-গ্রাফ, স্বস্তি বাড়িয়ে কমল মৃত্যু

গবেষণায় বলা হয়েছে, কোভিডে আক্রান্ত মায়েরা সুস্থ হয়ে ওঠার পর মাতৃদুগ্ধে তিন মাস অ্যান্টিবডি স্থায়িত্ব হয়। অপরদিকে ভ্যাকসিন নিয়েছেন এমন মায়েদের ক্ষেত্রে পরবর্তী তিন মাসে অ্যান্টিবডির দ্রুত পতন লক্ষ্য করা গিয়েছে। যদিও অধিকাংশ গবেষকদেরই দাবি, মাতৃদুগ্ধ কখনই শিশুদের জন্য করোনার ভ্যাকসিনের বিকল্প হতে পারে না। 

.