টানা ১০০-র উপরে মৃত্যু, বাংলায় ২১ হাজার ছুঁই ছুঁই কোভিড সংক্রমিত

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। 

Updated By: May 13, 2021, 10:12 PM IST
টানা ১০০-র উপরে মৃত্যু, বাংলায় ২১ হাজার ছুঁই ছুঁই কোভিড সংক্রমিত

নিজস্ব প্রতিবেদন: বাংলায় করোনা (Coronavirus) সংক্রমণ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ২১ হাজার ছুঁইছুঁই। সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। ১৯ হাজার ১৮১ জন সুস্থ হয়েছেন।    

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ২০,৮৩৯। উত্তর ২৪ পরগনায় ৪ হাজার পেরিয়ে গিয়েছে সংক্রমিতের সংখ্যা। তার কাছাকাছি কলকাতা। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪,১৩১ ও ৩,৯২৪। বৃহস্পতিবার ৭০ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আক্রান্তের হার ৯.৫৩ শতাংশ।    

কোভিড-মৃত্যুও টানা থাকছে একশোর উপরে। গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩৯ ও ২৫। হাওড়ায় মৃত্যু হয়েছে ৯ জনের।   

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬.৬৮%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ২০ হাজার ২১৩ জন। 

আরও পড়ুন- করোনার ভারতীয় প্রজাতির উপরে Vaccine-এর কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে: WHO

 

 

           

.