খোলা বাজারে Covishield-র প্রতি ডোজের দাম পড়বে ১০০০ টাকা

কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

Updated By: Jan 4, 2021, 04:42 PM IST
খোলা বাজারে Covishield-র প্রতি ডোজের দাম পড়বে ১০০০ টাকা

নিজস্ব প্রতিবেদন: কোভিশিল্ড ভ্যাকসিনকে (Covishield) ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। গণটিকাকরণ ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। দেশজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ড্রাই রান। তবে ওই টিকা বাজারে বিক্রি করার অনুমতি পেলে প্রতি ডোজের দাম পড়বে ১০০০ টাকা। এমনটাই জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা (Adar Poonawalla)। তিনি বলেন, 'প্রথম ১০ কোটি ডোজ বিশেষ মূল্যে দেওয়া হচ্ছে সরকারকে। প্রতি ডোজের দাম পড়বে ২০০ টাকা। তারপর বিভিন্ন ধরনের দাম হতে পারে।'  

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট (Serum Institute)। সংস্থার প্রধান আদার পুনাওয়ালার (Adar Poonawalla) কথায়,'সাধারণ মানুষকে বিনামূল্যে টিকা দেবে সরকার। তবে খোলা বাজারে সেই টিকা কিনতে হবে প্রতি ডোজ ১০০০ টাকায়। দু'টি ডোজের ভ্যাকসিনের দাম পড়বে ২০০০ টাকা।' কবে থেকে ভ্যাকসিন বাজারে আসতে পারে? পুনওয়ালা জানান,'আগামী ৭-১০ দিনের মধ্যে সমস্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সেরে ফেলব। তারপর এক বা দেড়মাসের মধ্যে ৭-৮ কোটি ডোজ সরবরাহ করতে পারব।' মার্চের মধ্যে উৎপাদন দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। 

আরও পড়ুন- একটা নয়, চার ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্ব, জানিয়ে দিল WHO

ইতিমধ্যেই কোভিশিল্ড (Covishield) ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে (Covaxin) ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। তবে গণটিকাকরণ কবে থেকে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু টিকাকরণে অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে ফেলেছে সরকার। প্রথম ধাপে ৩০ কোটি ভারতীয়কে ভ্যাকসিন দেওয়া হবে। তালিকায় রয়েছেন স্বাস্থ্য কর্মী, পুলিস ও প্রবীণ নাগরিকরা। তার আগে খোলাবাজারে টিকা বিক্রির অনুমোদন মেলা সম্ভব নয় বলেই মত অনেকের। আদার পুনাওয়ালার কথায়,'কর্মীদের জন্য টিকা কিনতে ইচ্ছুক অনেক কর্পোরেট সংস্থাই।  কিন্তু সরকারি অনুমতি না মিললে তা সম্ভব নয়।' এর পাশাপাশি রফতানির অনুমতিও মেলেনি। আদার পুনাওয়ালা (Adar Poonawalla) বলেন,'সৌদি আরব-সহ অনেক দেশের সঙ্গে চুক্তি রয়েছে আমাদের। কিন্তু এখনই রফতানির অনুমতি মিলবে বলে মনে হয় না।'     

ভারতে দুটি টিকা অনুমোদন পেলেও গণটিকাকরণ কর্মসূচি কবে থেকে শুরু হবে তা এখনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।     

আরও পড়ন- Covaxin-র কোনও Side Effect হলে দেওয়া হবে ক্ষতিপূরণ, জানিয়ে দিলেন AIIMS প্রধান

.