আদা আমাদের শরীরের কী কী উপকার করে জেনে রাখুন

রান্নাতে কিংবা চা ছাড়া আদা আমাদের মোটেই খুব একটা পছন্দের নয়। আদা রান্নার স্বাদই শুধু বাড়ায় না। আমাদের শরীরেরও অনেক প্রকারের উপকার করে আদা। জানেন সেগুলো কী কী? জেনে নিন-

Updated By: Dec 21, 2016, 04:44 PM IST
আদা আমাদের শরীরের কী কী উপকার করে জেনে রাখুন

ওয়েব ডেস্ক: রান্নাতে কিংবা চা ছাড়া আদা আমাদের মোটেই খুব একটা পছন্দের নয়। আদা রান্নার স্বাদই শুধু বাড়ায় না। আমাদের শরীরেরও অনেক প্রকারের উপকার করে আদা। জানেন সেগুলো কী কী? জেনে নিন-

১) আদা বমি বমি ভাব দূর করে। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য তাই আদা খুবই উপকারী।

২) ঠাণ্ডা লাগলে আমরা চা-এ আদা দিয়ে ফুটিয়ে খাই। আদা ঠাণ্ডা লাগার হাত থেকে আমাদের রক্ষা করে।

আরও পড়ুন খেজুরের গুণাগুণগুলি অবশ্যই জেনে রাখুন

৩) পেশির যন্ত্রণা কমাতে সাহায্য করে আদা।

৪) পিরিয়ডের যন্ত্রণাও কমাতে সাহায্য করে আদা।

৫) প্রদাহ রোধ করে আদা।

আরও পড়ুন বাড়িতে মোমো তৈরির সবথেকে সহজ পদ্ধতি

.