অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়ালে যোগ দিতে চান? জেনে নিন তার শর্তগুলি

কারা যোগ দিতে পারবেন করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে আর কারা পারবেন না? যোগাযোগের ফোন নম্বর, ই-মেল আইডি জেনে নিন সব কিছু...

Edited By: সুদীপ দে | Updated By: Aug 30, 2020, 03:27 PM IST
অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়ালে যোগ দিতে চান? জেনে নিন তার শর্তগুলি
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: গত মঙ্গলবার থেকেই পুনের ভারতী বিদ্যাপীঠ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সফোর্ডের করোনা টিকার হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া শুরু করা হয়েছে। Covishield-এর এই ট্রায়ালে দেশজুড়ে ১৭টি কেন্দ্রে ১,৬০০ স্বেচ্ছাসেবকের উপরে এটি প্রয়োগ করা হবে।

গত বৃহস্পতিবার পর্যন্ত যে ক’জন স্বেচ্ছাসেবকের উপর Covishield প্রয়োগ করা হয়েছে, তাঁদের শরীরে কোনও এই টিকার কোনও বিরূপ প্রভাব চোখে পড়েনি। এমনটাই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক, পর্যবেক্ষকরা। তবে কেউ যদি এই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিতে চান, তাহলে কী করতে হবে? কোন কোন শর্ত পূরণের পর অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়ালে যোগ দেওয়ার অনুমতি মিলবে? জেনে নেওয়া যাক...

কারা টিকার ট্রায়ালে অংশ নিতে পারবেন না:

১) RT-PCR পরীক্ষায় অতীতে বা বর্তমানে আবেদনকারীর শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিললে।

২) আবেদনকারীর শরীরে যদি করোনার অ্যান্টিবডি আগে থেকেই থেকে থাকে।

৩) আবেদনকারীর বাড়িতে বা অফিসের ঘনিষ্ঠ কারও যদি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসে থাকে।

৪) যদি কারও জ্বর বা জ্বর ছাড়াও কোনও কঠিন অসুখ থেকে থাকে।

৫) শরীরে প্রতিরোধ ক্ষমতা কম থাকলে।

৬) অতীতে কোনও প্রতিষেধক নেওয়ার পর অ্যালার্জি বা অন্য কোনও রকম শারীরিক সমস্যার অভিজ্ঞতা থাকলে।

এর বাইরে ১৮ থেকে ৫০ বছর বয়সী সুস্থ ও নিরোগ পুরুষ বা মহিলা, যে কোনও লিঙ্গের মানুষই স্বেচ্ছাসেবক হিসাবে টিকার ট্রায়ালে যোগ দিতে পারেন। সন্তানসম্ভবা এমন কোনও মহিলা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে গবেষণা শুরুর ২৪ ঘণ্টা আগে তাঁর প্রেগনেন্সি টেস্টের ফলাফল নেগেটিভ হতে হবে।

আরও পড়ুন: ভারতে কি করোনার ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হয়ে গেল? কী বলছেন বিশেষজ্ঞরা

এইসব শর্ত পূরণের পর কেউ যদি Covishield-এর ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে সেরাম ইনস্টিটিউটের মেডিক্যাল ডিরেক্টর ডঃ প্রসাদ কুলকার্নির সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ২১২/২, হাদাপসার, পুণে ৪১১০২৮। ফ্যাক্স নম্বর-০০৯১২০২৬৯৯৩৯৪৫। ই-মেল: drpsk@seruminstitute.com

জানা গিয়েছে, স্বেচ্ছাসেবকদের উপর মোট দু’দফায় এই টিকা প্রয়োগ করা হবে। প্রত্যেক ডোজের পর স্বেচ্ছাসেবকদের ১৪ দিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। জানা গিয়েছে, সব মিলিয়ে এই স্বেচ্ছাসেবকদের মোট দু’মাস বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে তার পর সেই পরীক্ষার ফলাফল বিশ্বের অন্যান্য দেশে হওয়া পরীক্ষার ফলের সঙ্গে খতিয়ে দেখে তবেই এই টিকা বাজারে ছাড়ার উপযুক্ত কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

.