২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থের হার বেশি, তবে মৃত ৪ হাজার ৪৫৪
ভয় দেখাচ্ছে মৃত্যু সংখ্যা। একদিন কমছে তো দ্বিতীয় দিনই এক লাফে অনেকটা বেড়ে যাচ্ছে। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জন।
নিজস্ব প্রতিবেদন: স্বস্তির বার্তা বলা যায় কি! এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তবে, স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত দৈনিক আক্রান্তের সংখ্যা একটু হলেও আশার আলো দেখাচ্ছে। দেশে পরপর চারদিন কমল দৈনিক করোনা সংক্রমণ (Corona Infections)। সোমবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৩১৫ জন। রবিবার সেই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৪০ হাজারের বশি। কিন্তু ভয় দেখাচ্ছে মৃত্যু সংখ্যা। একদিন কমছে তো দ্বিতীয় দিনই এক লাফে অনেকটা বেড়ে যাচ্ছে। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জন। গতকালের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৭৪১ জনের। শনিবার যে সংখ্যাটি ছিল আবার ৪ হাজার ১৯৪ জন।
আরও পড়ুন: Cyclone Yaas: দাপট বাড়ছে নিম্মচাপের, বাংলার ৪ জেলায় জারি চূড়ান্ত সতর্কতা
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ০২ হাজার ৫৪৪ জন। যা গতকালের চেয়ে অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লক্ষ ৫২ হাজার ৪৪৭ জন। মোট করোনা মুক্ত হয়েছেন ২ কোটি ৩৭ লক্ষ ২৮ হাজার ০১১ জন। করোনায় এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ০৩ হাজার ৭২০ জনের।
আরও পড়ুন: 'স্টুপিড অ্যালোপাথি' মন্তব্যের জের, স্বাস্থ্যমন্ত্রীর কড়া চিঠি পেয়ে ক্ষমা চাইলেন Ramdev
India reports 2,22,315 new #COVID19 cases, 3,02,544 discharges & 4,454 deaths in last 24 hrs, as per Health Ministry
Total cases: 2,67,52,447
Total discharges: 2,37,28,011
Death toll: 3,03,720
Active cases: 27,20,716Total vaccination: 19,60,51,962 pic.twitter.com/hLqCFosYuw
— ANI (@ANI) May 24, 2021
এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট ১৯ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৯৬২ জন।