Covid Update: দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি, দৈনিক সংক্রমণ ৫০ হাজার ৮৪৮

দেশে করোনায় মোট আক্রান্ত ৩ কোটি  ২৮ হাজার ৭০৯ জন। 

Updated By: Jun 23, 2021, 09:59 AM IST
Covid Update: দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি, দৈনিক সংক্রমণ ৫০ হাজার ৮৪৮

নিজস্ব প্রতিবদন: ৯১ দিনের মাথায় করোনা সংক্রমণ অনেকটা কমে গেলেও, ফের বাড়ল ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা। ৫০ হাজারের নিচে নেমে গিয়েছিল দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। কিন্তু গত ২৪ ঘণ্টায় সেই গিয়ে দাঁড়াল ৫০ হাজার ৮৪৮ জনে। গতকাল দেশে  ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৪২,৬৪০ জন। এদিকে দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৮১৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৬ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৪৩ হাজার  ১৯৪ জন। 

আরও পড়ুন: ভারতের নতুন চিন্তার কারণ করোনার Delta Plus প্রজাতি! রুখতে পারবে না ভ্যাকসিনও

আরও পড়ুন: দেশের ৬ জেলায় দ্রুত ছড়াচ্ছে Delta Plus প্রজাতি, ৩ রাজ্যকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ কেন্দ্রের

গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ১ হাজার ৩৫৮ জনের। যা গতকালের চেয়ে বেশি।  মোট মৃত্যু সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ৩ কোটি  ২৮ হাজার ৭০৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫। সুস্থতার হার বেড়েছে ৯৬.৫৬ শতাংশ। রোজ পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। গড়ে আপাতত থাকছে ২.৬৭ %। 

আরও পড়ুন: Covid Update: রাজ্যে করোনায় আক্রান্ত ১ হাজার ৮৫২ জন, মৃত ৪৭
 

.