Corona Update: প্রায় তিনগুণ বেড়ে 'রেকর্ড', একদিনে ৬ হাজারের বেশি মৃত্যু

লক্ষের নীচেই দৈনিক আক্রান্ত

Updated By: Jun 10, 2021, 10:29 AM IST
Corona Update: প্রায় তিনগুণ বেড়ে 'রেকর্ড', একদিনে ৬ হাজারের বেশি মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: টানা তিনদিন করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা (Daily Cases) লক্ষের নীচে থাকলেও কার্যত একদিনে তিনগুণ বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা (Death Toll)। গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন। একইদিনে শুধু মৃত্যুই হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। রীতিমতো উদ্বেগ বাড়িয়ে এক দিনে সর্বোচ্চ (Highest Deaths) মৃত্যুর সংখ্যা। 
 
জানা গিয়েছে, মৃত্যুর সংখ্যায় আচমকা বৃদ্ধি হয়েছে বিহারের মৃত্যুর পরিসংখ্যানে (Bihar Death Toll) সংশোধনের জন্য। বুধবার বিহারের স্বাস্থ্য দফতর পাটনা হাইকোর্টের নির্দেশ মেনে এপ্রিল ও মে মাসে মোট মৃত্যুর সংখ্যা সংশোধন করে। যার ফলে ৫ হাজার ৫০০ থেকে সোজা ৯ হাজার ৪২৯ এ গিয়ে দাঁড়ায় মৃত্যুর সংখ্যা। অর্থাৎ সংশোধনের পর ৩ হাজার ৯৫১ জন বেড়েছে মৃত্যু সংখ্যায়। আর যার জেরেই দেশে একদিনে মোট মৃত্যুর সংখ্যা কার্যত লাফিয়ে বেড়ে ৬ হাজারের কোঠায় পৌঁছল। মোট মৃত্যু বেড়ে ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬ জন।

আরও পড়ুন: ৬ মিনিট হাঁটা, Remdesivir-এ 'না'! শিশুদের জন্য Corona গাইডলাইন জারি কেন্দ্রের

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬ লক্ষ ৫৫ হাজার ৪৯৩ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২ জন। এদিকে, মোট ভ্যাকসিন নিয়েছেন ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জন।  

আরও পড়ুন: রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ফিরল ৭ এপ্রিলের সংখ্যায়, সুস্থতার হার বেড়ে ৯৭.৮৩%

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.