Corona Update: কাল কমে আজ ফের ২ লক্ষ পার দৈনিক আক্রান্ত, বাড়ল মৃত্যুও

'ঝাড়খন্ড, ছত্তীসগঢ়ে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে ভ্যাকসিন'

Updated By: May 26, 2021, 11:22 AM IST
Corona Update: কাল কমে আজ ফের ২ লক্ষ পার দৈনিক আক্রান্ত, বাড়ল মৃত্যুও

নিজস্ব প্রতিবেদন: করোনায় দৈনিক আক্রান্তের (Corona Daily Cases) সংখ্যায় টানা পতনে ফের আজকে ব্যাঘাত। প্রায় দেড় মাস পর দৈনিক আক্রান্ত নেমেছিল ২ লক্ষের নীচে। কিন্তু বুধবার তা ফের ২ লক্ষের গন্ডির উপরে উঠল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। মোট আক্রান্ত পৌঁছল ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫ জনে।  

শুধু তাই নয়। গতকাল দৈনিক মৃত্যু (Daily Deaths) নেমেছিল ৩ হাজারের নীচে। আজ ফের তা উঠল ৪ হাজারের উপরে।  গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ১৫৭ জন। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার। মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । তারপর রয়েছে কর্ণাটক। 

আরও পড়ুন: স্পুটনিকের পর ভারতে Single dose ভ্যাকসিন চালু করবে মার্কিন সংস্থা মডার্না

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার ৮১৬ জন। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৪ লক্ষ ৯৫ হাজার ৫৯১ জন। তবে টিকাকরণও চলছে পাশাপাশি। এখনও পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ২০ কোটি ৬ লক্ষ ৬২ হাজার ৪৫৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী যথাক্রমে ঝাড়খন্ড, ছত্তীসগঢ়, তামিলনাড়ুতে সবচয়ে বেশি ভ্যাকসিনের ডোজ নষ্ট (vaccine Wastage) করা হয়েছে।   

আরও পড়ুন: করোনা মুক্ত হলেও সুস্থ নন, ৪-১২ সপ্তাহের বেশি এই উপসর্গ থাকলে, প্রয়োজন চিকিৎসার

.