ভয়াবহ! এবার ঘরেও পরতে হবে মাস্ক, নির্দেশ কেন্দ্রের

সঙ্গে থাকছে ঘরেই বারবার হাত ধোওয়ার ফরমানও!

Updated By: Apr 26, 2021, 08:00 PM IST
ভয়াবহ! এবার ঘরেও পরতে হবে মাস্ক, নির্দেশ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: এতদিন বলা হচ্ছিল বাইরে বেরোলেই পরতে হবে মাস্ক, মাস্ক না পরে বেরোলে এমনকী করা হচ্ছে জরিমানাও। কিন্তু কোভিড-পরিস্থিতি এতই সঙ্কটজনক হয়ে উঠছে যে, এবার কেন্দ্র ঘরেই মাস্ক পরে থাকতে নির্দেশ দিল!

সোমবার কেন্দ্র জানিয়ে দিল, সংক্রমণ রুখতে বাড়ির common spaces অনেকে একসঙ্গে ব্যবহার করলে বা poor ventilation-য়ের কোনও জায়গায় থাকলে এবার পরতে হবে মাস্ক (MASK)। নিয়মিতে হাতও ধুতে হবে (wash hands properly)। 

আরও পড়ুন: 'দেশবাসীর বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া উচিত', কেন্দ্রকে হুঁশিয়ারি Rahul Gandhi-র

সাংবাদিকদের মুখোমুখি হয়ে Niti Aayog (health)-এর সদস্য Dr VK Paul জানিয়েছেন, এই second wave of the pandemic-য়ে এবার সময় এসে গিয়েছে, সংক্রমণ (Covid-19) রুখতে বাড়িতেও পরতে হবে মাস্ক!  
এই মুহূর্তে ভারত অত্যন্ত বিপজ্জনক (deadlier, more infectious) এক কোভিড স্ট্রেনের সঙ্গে লড়়ছে। দেশ জুড়ে medical oxygen-এর হাহাকার। 

আরও পড়ুন: এবার লকডাউন কর্ণাটকেও, ছাড় নিত্য প্রয়োজনীয় দ্রব্যে

.